নারায়ণী (নেপালি: नारायणी अञ्चल শুনুন, হচ্ছে নেপালের ১৪টি অঞ্চলের একটি। এটি দেশের কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলে অবস্থিত। নারায়ণী অঞ্চলের নামকরণ হয়েছে নারায়ণী নদীর নাম থেকে। নারায়ণী অর্থ নারায়ণের প্রমিকা এবং নারায়ণ বলতে বোঝায় দেবতা বিষ্ণু (রক্ষাকর্তা)। এই অঞ্চলে জেলার সংখ্যা পাঁচটি। সেগুলো হলও বারা, চিতওয়ান, মকওয়ানপুর, পরসা এবং রাওতাহাত জেলা।

নারায়ণী
नारायणी अञ्चल
অঞ্চল
Country   নেপাল
সময় অঞ্চলNepal Time (ইউটিসি+5:45)

তথ্যসূত্র সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা