নাজমুল হুদা মিন্টু

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

নাজমুল হুদা মিন্টু (৫ ডিসেম্বর ১৯৪২ – ২ জুন ২০১৯) বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন।

নাজমুল হুদা মিন্টু
জন্ম(১৯৪২-১২-০৫)৫ ডিসেম্বর ১৯৪২
মৃত্যু২ জুন ২০১৯(2019-06-02) (বয়স ৭৬)
পেশাচলচ্চিত্র পরিচালক

জীবনী সম্পাদনা

নাজমুল হুদা মিন্টু ১৯৪২ সালের ৫ ডিসেম্বর নওগাঁয় জন্মগ্রহণ করেন।[১][২] সূর্য ওঠার আগে চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[৩] তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৪] তিনি মৌসুমী শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যেটির নাম রাখা হয়েছিল অভিনেত্রী মৌসুমীর নামানুসারে।[৫]

নাজমুল হুদা মিন্টু ২০১৯ সালের ২ জুন ৭৬ বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন।[২][৬]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা সম্পাদনা

  • সূর্য ওঠার আগে[৬]
  • চৌধুরী বাড়ি[৩]
  • ডাক পিয়ন[২]
  • মৌসুমী[৫]
  • অনেক প্রেম অনেক জ্বালা[৩]
  • দিনের পর দিন[৩]
  • সংঘর্ষ[৪]
  • মধুমালতী[৩]
  • ঘরে বাইরে[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই"আমাদের সময়। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  2. "পরিচালক নাজমুল হুদা মিন্টুর প্রয়াণ"ভোরের কাগজ। ৩ জুন ২০১৯। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  3. "লন্ডনে মারা গেছেন চিত্রপরিচালক নাজমুল হুদা মিন্টু"কালের কণ্ঠ। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  4. "চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু আর নেই"রাইজিংবিডি.কম। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  5. "চলচ্চিত্রে নায়িকাদের নামে গানের হিড়িক!"রাইজিংবিডি.কম। ২৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  6. "স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন নির্মাতা নাজমুল হুদা মিন্টু"জাগোনিউজ২৪.কম। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯