নাইওবিয়াম-জার্মেনিয়াম

নাইওবিয়াম-জার্মেনিয়াম (Nb3Ge) হলো নাইওবিয়াম (Nb) ও জার্মেনিয়ামের (Ge) এর সমন্বয়ে গঠিত আন্তর্ধাতু রাসায়নিক যৌগ। এতে এ১৫ দশা কাঠামো বিদ্যমান।

GeNb3এর ইউনিট সেল

এটি সন্ধি তাপমাত্রা (Super conducting transition temperature) ২৩.২ কেলভিন এর নিচে  সুপার কন্ডাক্টর বা অতিপরিবাহী হিসেবে কাজ করে। ৪.২ কেলভিন তাপমাত্রায় এর বিক্ষিপ্ত ফিল্ম ৩৭ টেসলা চৌম্বকত্ববিশিষ্ট উচ্চ সন্ধি ক্ষেত্র পাওয়া যায়৷[১]

ইতিহাস সম্পাদনা

১৯৭৩ সালে অতিপরিবাহী হিসেবে নাইওবিয়াম-জার্মেনিয়াম (Nb3Ge) আবিষ্কৃত হয়।[২] আবিষ্কারের পর ১৯৮৬ সাল পর্যন্ত ১৩ বছর (কপার অতিপরিবাহী আবিষ্কারের পূর্ব পর্যন্ত) এটি সর্বোচ্চ সন্ধিতাপমাত্রা বিশিষ্ট অতিপরিবাহী হিসেবে স্বীকৃত ছিল।[৩]

নাইওবিয়ামের অন্যান্য সংকর, যেমন নাইওবিয়াম-টিন বা নাইওবিয়াম-টাইটানিয়াম সংকরের মতো নাইওবিয়াম-জার্মেনিয়াম অতিপরিবাহী হিসেবে তেমন ব্যাপকভাবে ব্যবহৃত হয় না।

সম্পর্কিত সংকর ধাতুসমূহ সম্পাদনা

নাইওবিয়াম-জার্মেনিয়াম-অ্যালুমিনিয়াম সংকর ধাতুর প্রায় ১০ টেসলা চুম্বকত্ববিশিষ্ট উচ্চ সন্ধি ক্ষেত্র বিদ্যমান।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ওয়া, গিন-ইচিরো; ই জে সাওয়ার (১৯৭৯)। "Preparation of Nb3Ge films by chemical transport reaction and their critical properties" (পিডিএফ)জার্নাল অব লো টেম্পারেচার ফিজিক্স34 (5–6): ৫৬৯–৫৮৩। ডিওআই:10.1007/BF00114941বিবকোড:1979JLTP...34..569O [অকার্যকর সংযোগ]
  2. "ফিজিক্স টুডে"। আমেরিকান ইন্সটিটিউট অব ফিজিক্স। অক্টোবর ১৯৭৩। ২০১৩-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Superconducting devices"। দ্যফ্রিডিকশনারি। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-০৬ 
  4. সিনহা, পি কে (১৯৮৭)। Electromagnetic Suspension: Dynamics & Control। দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পৃষ্ঠা ২৯০। আইএসবিএন 978-0-86341-063-5 

বহিঃসংযোগ সম্পাদনা