নবদ্বীপ হালদার

ভারতীয় বাঙালি অভিনেতা

নবদ্বীপ হালদার একজন ভারতীয় বাঙালী অভিনেতা ছিলেন৷ তিনি ১৯১১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সোনপলাশী গ্রামে জন্মগ্রহণ করেন৷ বাংলা চলচ্চিত্রে আসেন ৩০ এর দশকে৷ মূলত কৌতুক অভিনেতা ছিলেন৷ নানা হাস্যরসপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ এছাড়া অনেক শ্রুতিনাটকে কণ্ঠদান করেছেন৷ তার ভাঙা গলা ও অভিনয়ের কৌশল তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল।

নবদ্বীপ হালদার
সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রে নবদ্বীপ হালদার
জন্ম১৯১১
মৃত্যু
পেশাঅভিনেতা, বাংলা সিনেমা

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

  • পঞ্চাশর (১৯৩১)
  • গ্রহের ফের (১৯৩৭)
  • সোনার সংসার (১৯৩৬)
  • সর্বজনীন বিবাহউৎসব (১৯৩৮)
  • শহর থেকে দূরে (১৯৪৩)
  • দুঃখে যাদের জীবন গড়া (১৯৪৬)
  • কালো ছায়া (১৯৫৮)
  • সাধারন মেয়ে (১৯৪৮)
  • কুয়াশা (১৯৪৯)
  • সন্ধ্যাবেলার রূপকথা (১৯৫০)
  • কাঁকনতলা লাইট রেলওয়ে (১৯৫০)
  • বৈকুণ্ঠের উইল (১৯৫০)
  • মর্যাদা (১৯৫০)
  • হানাবাড়ি (১৯৫২)
  • মানিকজোড় (১৯৫২)
  • সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
  • লাখ টাকা (১৯৫৩)
  • ময়লা কাগজ (১৯৫৪)
  • ছেলে কার (১৯৫৪)
  • নিষিদ্ধ ফল (১৯৫৫)
  • সাহেব বিবি গোলাম (১৯৫৬)
  • দুই বেচারা (১৯৬৯)
  • কঠিন মায়া (১৯৬১)
  • মরুতৃষা (১৯৬৪)

শ্রুতিনাটক সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা