নন্দনা সেন

ভারতীয় অভিনেত্রী

নন্দনা সেন (জন্ম: ১৯ আগস্ট, ১৯৬৭) হলেন একজন লেখক, শিশু অধিকার কর্মী এবং সাবেক চলচ্চিত্র অভিনেত্রী।

নন্দনা সেন
ঢাকা লিট ফেস্ট ২০১৭-এ নন্দনা সেন
জন্ম
নন্দনা দেব সেন

(1967-08-19) ১৯ আগস্ট ১৯৬৭ (বয়স ৫৬)
পেশাঅভিনেতা, কর্মী
ওয়েবসাইটnandanasen.net

প্রাথমিক জীবন সম্পাদনা

নন্দনা কলকাতা পশ্চিমবঙ্গের একটি বাঙ্গালী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নোবেল বিজয়ী ও ভারত রত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও পদ্মশ্রী বিজয়ী সমকালীন ভারতীয় বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা নবনীতা দেব সেনের কন্যা। তিনি সত্যজিত রায় দ্বারা নির্বাচিত পত্রিকা সন্দেশে একটি শিশু লেখিকা হিসেবে নন্দিতা সেন এর প্রথম খণ্ড প্রকাশিত হয়।[১] তিনি ইউরোপ, ভারত এবং আমেরিকা জুড়ে বিভিন্ন শহরে তার ক্রমবর্ধমান বছরগুলো অতিবাহিত করছেন।

শিক্ষা সম্পাদনা

নন্দিতা সেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াশোনা করেছিলেন,[২] যেখানে তাকে তার শ্রেণীতে প্রথম বছরের জন্য "দেতার পুরস্কার" প্রদান করা হয়।[৩]

পেশাগত জীবন সম্পাদনা

থিয়েটার এবং আন্তর্জাতিকভাবে ছবিতে অভিনয় করার পাশাপাশি নন্দিতা শিশু সুরক্ষা প্রতিনিধি হয়ে কাজ করছেন।নন্দিতা গ্লোবাল চিলড্রেন এনজি অপারেশনের হাসির রাষ্ট্রদূত হিসেবে আছেন।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

নন্দিতা সেনের সাথে প্রযোজক মধু মনতেনার নয় বছরের সম্পর্ক ছিল। জুন ২০১৩ সালের হিসাবে, তিনি পেঙ্গুইন পাবলিশিং সিইও জন ম্যাকিনসন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৫]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা নোট
১৯৯৭ গুড়িয়া রোজমেরী ব্রাগানজা / উর্বশী হিন্দি নন্দিতা দেব সেন হিসাবে জমা
১৯৯৯ ব্রানচি ইতিলিয়ান
ফরইভার নাদিয়া ইংরেজি সংক্ষিপ্ত বৈশিষ্ট্য
২০০০ সিডাকিং মারিয়া মারিয়া ইংরেজি
২০০২ বকশু, দ্যা মায়াথ ইংরেজি
২০০৪ দ্যা মিরাক্কেল: এ সাইলেন্ট লাভ স্টোরী
২০০৫ দ্যা ওয়ার উইথিন দুরি চৌধুরী ইংরেজি
মাই ওয়াইফ'স মার্ডার রিনা ওয়াদাহ হিন্দি
ট্যাঙ্গো চার্লি শ্যামোলী হিন্দি
ব্ল্যাক সারা ম্যাকনালী হিন্দি
২০০৬ দ্যা সাইলেন্স / চুপি সংক্ষিপ্ত বৈশিষ্ট্য
২০০৭ দ্যা ওয়াল্ড আনসিন রেহমাত ইংরেজি
স্ট্রেনজার প্রিতি ইংরেজি/হিন্দী
ম্যারিগোল্ড জানভি ইংরেজি/হিন্দী
২০০৮ সার্পিস পেরিল মহারানী পাদমিনি ইংরেজি বিবিটিভি মুভি
রং রসিয়া সুগন্ধা হিন্দি এছাড়াও কালার অব প্যাশন হিসাবে পরিচিত
২০০৯ দ্যা ফরেস্ট রাধা ইংরেজি /হিন্দি
কালের রাখাল বাংলা
পারফেক্ট মিছম্যাচ ইংরেজি
২০১০ অটোগ্রাফ শ্রীনন্দিতা বাংলা
প্রিন্স সেরেনা হিন্দি
ঝুটা হি সহি সুহুনা মালিক হিন্দি

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://india.blogs.nytimes.com/2012/01/28/newswallah-bollywood-edition-10/?_r=0
  2. nandana sen harvard - Google Search
  3. Amartya Sen's daughter Nandana meticulously handles her passion from movies to non-profit work - Economic Times
  4. "Operation Smile India - News & Press - News"। ৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৪ 
  5. "Nandana, Mantena part ways, say they'll team up for film"। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা