নটিক্যাল মাইল নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহৃত পরিমাপের একক। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫২ মিটার বা ৬০৭৬,০১ ফুট। এটি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল (এস আই) একক নয় (যদিও আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্যে বি আই পি এম কর্তৃক স্বীকৃত)।[১] ১ নটিক্যাল মাইল=২০২৫ গজ

১ নটিক্যাল মাইল =
এসআই একক
১.৮৫২০০ কিমি ১,৮৫২.০০ মি
ইউএস প্রথানুগ / ইম্পেরিয়াল একক
১.১৫০৭৮ মা ৬,০৭৬.১২ ফুট
নটিক্যাল মাইলের বিবরণ

এককের প্রতীক সম্পাদনা

নটিক্যাল মাইলের কোন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক নেই।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Administration, US Department of Commerce, National Oceanic and Atmospheric। "What is the difference between a nautical mile and a knot?"। oceanservice.noaa.gov।
  2. "Symbols, Abbreviations and Terms used on Charts ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১৬ তারিখে" (6 ed.)। International Hydrographic Organization। ২০১৬।
  3. "Law of the Sea ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ এপ্রিল ২০১৭ তারিখে"। NOAA Office of Coast Survey।
  4. "APPENDIX A: SYMBOLS AND PREFIXES"। IEEE।
  5. "U.S. Government Printing Office Style Manua"। U.S. Government Printing Office।