নগ্রতা বগওয়ান

মানববসতি


নগ্রতা বগওয়ান (ইংরেজি: Nagrota Bagwan) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংরা জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।

নগ্রতা বগওয়ান
নগ্রতা বগওয়ান
city
নগ্রতা বগওয়ান হিমাচল প্রদেশ-এ অবস্থিত
নগ্রতা বগওয়ান
নগ্রতা বগওয়ান
ভারতের হিমাচল প্রদেশে অবস্থান
স্থানাঙ্ক: ৩২°০৬′২৯″ উত্তর ৭৬°২২′৪১″ পূর্ব / ৩২.১০৮° উত্তর ৭৬.৩৭৮° পূর্ব / 32.108; 76.378
দেশ India
রাজ্যহিমাচল প্রদেশ
জেলাকাংরা
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,৯০০
ভাষাসমূহ
 • সরকারীহিন্দি
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে নগ্রতা বগওয়ান শহরের জনসংখ্যা হল ৫৯০০ জন।পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে ৩০০১ এবং ২৮৯৯[১] এর মধ্যে পুরুষ ৫০.৮৬% এবং নারী ৪৯.১৪%।

এখানে সাক্ষরতার হার ৯০.৭৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৩.৫৯% এবং নারীদের মধ্যে এই হার ৮৭.৮৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৭৪%, তার চাইতে নগ্রতা বগওয়ান এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৯.৩৭% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫