নগেন্দ্রনাথ বসু

ভারতীয় লেখক

নগেন্দ্রনাথ বসু ( ৬ ই জুলাই ১৮৬৬-১১ ই অক্টোবর ১৯৩৮) বাংলা বিশ্বকোষের সংকলক, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ [১] এবং হিন্দি বিশ্বকোষ, হিন্দিতে প্রথম বিশ্বকোষের লেখক, পাশাপাশি প্রত্নতাত্ত্বিকইতিহাসবিদও ছিলেন।

নগেন্দ্রনাথ বসু
নগেন্দ্রনাথ বসুর গৃহে অবস্থিত ফলক

কৃতিত্ব সম্পাদনা

রঙ্গলাল মুখোপাধ্যায়ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা বিশ্বকোষের প্রথম পর্ব সম্পাদিত করেন। তবে পরবর্তী ২২টি পর্ব নগেন্দ্রনাথ বসু নিজে প্রকাশিত করেন, যা ১৯১১ সাল পর্যন্ত ২৭ বছর সময় নেয়। ২৪ পর্ব বাংলা বিশ্বকোষ ১৯১৬ এবং ১৯৩১ সালে প্রকাশিত হয়। নগেন্দ্রনাথ বসু তার প্রথম কর্মজীবনে কবিতা ও উপন্যাস লেখালেখি শুরু করেন এবং দুটি মাসিক পত্রিকায় সম্পাদনায় অংশ নেন।[২] তিনি প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশ পরীক্ষা করার জন্য ব্যাপক ভ্রমণ করেছিলেন। তিনি বাংলা, সংস্কৃত ও উড়িয়াতে প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং পাথরতামার প্লেটের উপর অঙ্কন করেছেন। তার পাণ্ডুলিপি সংগ্রহের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বাংলা বিভাগ চালু করার অনুমতি দেওয়া হয়।

 
নগেন্দ্রনাথ বসুর বাড়ি

রচনা সম্পাদনা

দুটি বিশাল এনসাইক্লোপিডিয়া এবং বাংলা ক্লাসিক ছাড়াও, ইতিহাস ও প্রত্নতত্বের ওপর একাধিক লেখা প্রকাশিত হয়েছে তার।

সম্মাননা সম্পাদনা

তিনি "প্রাচ্যবিদ্যামহার্ণব" শিরোনামে ভূষিত হন। নগেন্দ্রনাথ বসুর কাজকে সম্মান জানিয়ে কলকাতা পৌরসংস্থা "বিশ্বকোষ" লেন নামে একটি রাস্তার নাম করণ করেছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বসু, নগেন্দ্রনাথ প্রাচ্যবিদ্যামহার্ণব, বাংলাপিডিয়া, বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ।
  2. "ড. গোলাম কাদির : ছিলটী আত্মার আজীবন অনুসন্ধানী-সৈয়দ মোস্তফা কামাল"দৈনিক সংগ্রাম। ০১ জুলাই ২০১১। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Calcutta: A Cultural History [কলকাতা: একটি সাংস্কৃতিক ইতিহাস], কৃষ্ণ দত্ত, ইন্টারলিঙ্ক বুক, ২০০৮, পৃ. ৪৪।