ধলগ্রাম ইউনিয়ন

যশোর জেলার বাঘেরপাড়া উপজেলার একটি ইউনিয়ন

ধলগ্রাম ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত বাঘারপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

জহুরপুর ইউনিয়ন
ইউনিয়ন
ধলগ্রাম ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাবাঘারপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৮ বর্গকিমি (৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,৯২৭
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটdhalgramup.jessore.gov.bd

অবস্থান সম্পাদনা

জহুরপুর ইউনিয়ন যশোর জেলা শহর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্ব পশ্চিমে অবস্থিত। দক্ষিণে দোহাকুলা ৫ কিঃ মিঃ দক্ষিণে ধলগার রাস্তা, ১৬ কিঃ মিঃ পুর্বে নড়াইল জেলা অবস্থিত। ইউনিয়নটিতে মোট ১৭টি গ্রাম এবং ১৫টি মৌজা রয়েছে।

গ্রাম সম্পাদনা

জহুরপুর ইউনিয়নে মোট ১৭টি গ্রাম থাকলেও ১৪টি গ্রামের নাম পাওয়া যায়।

  • দরিজাফর পুর
  • আগড়া
  • দশপাখিয়া
  • ধলগ্রাম
  • অন্তাইখোলা
  • আন্দুলবাড়ীয়া
  • কবিরভিটা
  • শ্রীপুর
  • সুলতাননগর
  • নতুন গ্রাম
  • বল্রামুখ
  • বরভাগ
  • ভুলবাড়ীয়া
  • মানিকদাহ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ধলগ্রাম ইউনিয়ন"dhalgramup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭