দ্য লাস্ট টেস্টামেন্ট অব অস্কার ওয়াইল্ড

দ্য লাস্ট টেস্টামেন্ট অফ অস্কার ওয়াইল্ড (ইংরেজি: The Last Testament of Oscar Wilde) হল পিটার অ্যাকরয়েড রচিত একটি উপন্যাস। এটি প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। পরের বছর এই উপন্যাসটি সমারসেট মম পুরস্কার অর্জন করেন।[১]

দ্য লাস্ট টেস্টামেন্ট অফ অস্কার ওয়াইল্ড
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকপিটার অ্যাকরয়েড
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
প্রকাশকহ্যামিশ হ্যামিলটন
প্রকাশনার তারিখ
এপ্রিল, ১৯৮৩
মিডিয়া ধরনমুদ্রণ (হার্ডব্যাকপেপারব্যাক)
আইএসবিএন৯৭৮-০-২৪১-১০৯৬৪-৯

বিষয়বস্তু সম্পাদনা

উপন্যাসটি লিখিত হয়েছে একটি ডায়রির আকারে। ডায়রিটি ১৯০০ সাল থেকে নিজের মৃত্যুর পূর্বাবধি অস্কার ওয়াইল্ডের জবানিতে লেখা। ডায়রিটি এবং এতে প্রদত্ত বিস্তারিত বিবরণগুলি সম্পূর্ণই কাল্পনিক। যদিও উল্লিখিত ঘটনা ও অধিকাংশ চরিত্রই (যেমন লর্ড অ্যালফ্রেড ডগলাস, রবার্ট রস এবং আর্ল অফ রোজবেরি এবং প্রথমে পেন্টনভিলে ও পরে রিডিং-এ তাঁর কারাবাসের ঘটনা) সত্য। এই ডায়রিতে তিনি তাঁর জীবন, সাহিত্যকর্ম এবং বিচার ও কারাবাসের ফলে তাঁর প্রতিপত্তি নষ্টের কথা বলেছেন। এতে ওয়াইল্ডের ধাঁচে বিভিন্ন রূপকথাও অন্তর্ভুক্ত হয়েছে। অবশ্য এগুলি সম্পূর্ণতই অ্যাকরয়েডের মস্তিস্কপ্রসূত। শেষ পৃষ্ঠাগুলি ওয়াইল্ডের ভৃত্য মরিশের জবানিতে রচিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. O'Mahony, John (২০০৪-০৭-০২)। "Profile: Peter Ackroyd"The Guardian 

বহিঃসংযোগ সম্পাদনা