দ্য লাক অব ব্যারি লিন্ডন

দ্য লাক অব ব্যারি লিন্ডন হল উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। এটি প্রথমে ১৮৪৪ সালে ফ্রেজার্স পত্রিকায় দ্য লাক অব ব্যারি লিন্ডন: আ রোম্যান্স অব দ্য লাস্ট সেঞ্চুরি নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। গল্পটি একজন আইরিশ অভিজাত ব্যক্তিকে নিয়ে, যিনি ইংরেজ অভিজাত শ্রেণির সদস্য হওয়ার চেষ্টা করছেন। থ্যাকারির এই কর্মের অনুপ্রেরণা হল অ্যান্ড্রু রবিনসন স্টোনি নামে একজন লম্পট ও ভাগ্য অন্বেষী অ্যাংলো-আইরিশের জীবনী ও স্বার্থসাধন। উপন্যাসটি পরে ১৮৫২-৫৩ সালে দুই খণ্ডে প্রকাশিত হয়েছিল এবং ১৮৫৬ সালে দ্য মেমোয়ারস অব ব্যারি লিন্ডন, ইস্ক.-এ এর সংশোধিত ও পরিমার্জিত রূপটি অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১]

দ্য লাক অব ব্যারি লিন্ডন
লেখকউইলিয়াম ম্যাকপিস থ্যাকারি
মূল শিরোনামThe Luck of Barry Lyndon
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরনঐতিহাসিক উপন্যাস
প্রকাশিত১৮৪৪
মিডিয়া ধরনমুদ্রিত
পৃষ্ঠাসংখ্যা২২৪

চরিত্রাবলি সম্পাদনা

  • ব্যারি লিন্ডন - জেমস ফিট্‌জেমস স্টিফেন ১৮৫৬ সালে প্রকাশিত এই উপন্যাস সম্পর্কে স্যাটারডে রিভিউ'তে ব্যারি লিন্ডনের তিনটি বয়সের বিবরণ দেন: "ব্যারি লিন্ডন - একজন উচ্ছৃঙ্খল ও অসুখী যুবক, একজন পরিণত কুখ্যাত ব্যক্তি, এবং একজন বার্ধক্যে জরাজীর্ণ ভিক্ষুক।"[২]
  • ব্র্যাডি গোষ্ঠী - ব্যারির পিতার বড় ভাই কর্নেলিয়াস ব্যরি, তার এক চোখ অন্ধ। তিনি একজন নাইট এবং ব্যারি-ব্যারি নামে পরিচিত।
  • যুবরাজ ভিক্টরের রাজদরবার - এই রাজদরবারের দুই নারী, কাউন্টেস ইডা ও যুবরাজ্ঞী অলিভিয়া, দুজনের প্রেমের বিয়োগান্ত পরিণতি দেখা যায়।
  • স্যার চার্লস লিন্ডন ও তার স্ত্রী অনরিয়া' - বৃদ্ধ স্যার চার্লস ব্রিটিশ সাম্রাজ্যের নাইট এবং সংসদ সদস্য। তিনি জুয়াড়ি, মদ্যপ, বর্তমানে গেঁটেবাতগ্রস্থ ও সন্তান জন্মদানে অক্ষম। অনারিয়া লেডি লিন্ডন হিসেবেও পরিচিত। তিনি তার একাকিত্ব কাটাতে ধর্মচর্চা করেন এবং প্রণয়মূলক গল্প পড়ে থাকেন।
  • মিসেস ব্যারি - ব্যারি লিন্ডনের মা।

জনপ্রিয় সংস্কৃতিতে সম্পাদনা

  • জোরিস-কার্ল উইসমাঁস (১৮৪৮-১৯০৭) তার ১৮৮৪ সালে প্রকাশিত আ র‍্যবুর উপন্যাসের "পারফিউম" পরিচ্ছেদে দ্য লাক অব ব্যারি লিন্ডন-এর উল্লেখ করেন।
  • ব্যারি লিন্ডন - স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৭৫ সালের চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন রায়াল ওনিল, এবং লেডি লিন্ডন চরিত্রে মারিসা বেরেনসন, নাইট ব্যালি-ব্যারি চরিত্রে প্যাট্রি ম্যাজি, ব্যারির মায়ের চরিত্রে ম্যারি কিন অভিনয় করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Barry Lyndon | historical novel by Thackeray"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  2. স্টিফেন, জেমস ফিট্‌জেমস, "Barry Lyndon Review" in ফ্রেজার্স ম্যাগাজিন, জানুয়ারি-সেপ্টেম্বর, নভেম্বর-ডিসেম্বর ১৮৪৪; revised, in "Miscellanies : Prose and Verse, iii, 1856", স্যাটারডে রিভিউ, ২৭ ডিসেম্বর ১৮৫৬, পৃষ্ঠা ৭৮৩-৭৮৫ (The Critical Heritage, p. 27-29).
  3. "Barry Lyndon (A)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৬ নভেম্বর ১৯৭৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা