দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস

দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস (গ্রিক: Ἀντίμαχος Β΄ ὁ Νικηφόρος) একজন ইন্দো-গ্রিক শাসক ছিলেন, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৬০ থেকে খ্রিস্টপূর্ব ১৫৫ পর্য্যন্ত পারোপামিসাদাইআরাখোশিয়া অঞ্চল শাসন করেন।

দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস
ইন্দো-গ্রিক রাজা
দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোসের মুদ্রা
রাজত্ব?১৬০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৫৫ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম আপোল্লোদোতোস
উত্তরসূরিপ্রথম মেনান্দ্রোস সোতের
পিতাপ্রথম আন্তিমাখোস থেওস

রাজত্বকাল সম্পাদনা

দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস যে গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক প্রথম আন্তিমাখোস থেওসের পুত্র তা একটি আবিষ্কৃত রাজস্ব আদায়ের রসিদ থেকে প্রায় নিশ্চিত হওয়া গেছে।[১] অসমুন্ড বোপেয়ারাচ্চি মুদ্রা বিশ্লেষণ করে প্রথমে খ্রিস্টপূর্ব ১৬০ থেকে খ্রিস্টপূর্ব ১৫৫ পর্য্যন্ত তার রাজত্বকাল গণনা করলেও[২] এই রসিদ আবিষ্কারের পর খ্রিস্টপূর্ব ১৭৪ থেকে খ্রিস্টপূর্ব ১৬৫ পর্য্যন্ত তার রাজত্বকাল বর্ণনা করেন।[৩]

মুদ্রা সম্পাদনা

তার পূর্বসুরী প্রথম আপোল্লোদোতোসের মতোই তিনি হালকা ওজনের প্রচুর দ্বিভাষী মুদ্রা প্রচলন করেন, কিন্তু এই মুদ্রাগুলি ছিল গোলাকৃতি বিশিষ্ট। এই সমস্ত মুদ্রায় তার নিজের চিত্র ছিল না। মুদ্রার একপিঠে নিকে ও অপর পিঠে অশ্বারূঢ় রাজার ছবি মুদ্রিত ছিল। েছাড়া তিনি বেশ কিছু ব্রোঞ্জ মুদ্রা প্রচলন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rea, J. R.; Senior, R. C.; Hollis, A. S. (১৯৯৪)। "A Tax Receipt from Hellenistic Bactria" (PDF)Zeitschrift für Papyrologie und Epigraphik104: 261–280। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৩ 
  2. O. Bopearachchi, Monnaies gréco-bactriennes et indo-grecques, Catalogue raisonné, Bibliothèque Nationale, Paris, 1991, 459 p., 69 pl.
  3. O. Bopearachchi, Sylloge Nummorum Graecorum. Graeco-Bactrian and Indo-Greek Coins. The Collection of the American Numismatic Society, Part 9, New York, 1998, 94 p., 76 pl.
দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম আপোল্লোদোতোস
ইন্দো-গ্রিক শাসক
?১৬০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৫৫ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম মেনান্দ্রোস সোতের