দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো

দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো (তিব্বতি: དཀོན་མཆོག་འཇིགས་མེད་དབང་པོ་ওয়াইলি: dkon mchog 'jigs med dbang po) (১৭২৮-১৭৯১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের আমদো অঞ্চলের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (তিব্বতি: བླ་བྲང་བཀྲ་ཤིས་འཁྱིལ་ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) একাদশ প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা সম্পাদনা

দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো ১৭২৮ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের স্দে-ছেন-গ্রাম-পা-নাং (ওয়াইলি: sde chen gram pa nang) নামক স্থানে একতি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: ngag dbang rnam rgya) এবং মাতার নাম ছিল গ্নাম-স্ক্যিদ (ওয়াইলি: gnam skyid)। পাঁচ বছর বয়সে স্তোং-'খোর (ওয়াইলি: stong 'khor) বৌদ্ধবিহারে তোগ-নোর-বু-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: tog nor bu rgyal mtshan) নামক এক বৌদ্ধ ভিক্ষু তাকে উপাসকের শপথ প্রদান করেন। তেরো বছর বয়সে তিনি তার খুল্লতাত ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bsod nams rgya mtsho) নামক এই বিহারের প্রধানের নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৭৪৩ খ্রিষ্টাব্দে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহার নিয়ে যাওয়া হলে সেখানে তাকে ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে আনুষ্ঠানিক ভাবে চিহ্নিত করা হয়। এই বিহারে গ্যিং-রোল-ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: g.ying rol ngag dbang bstan 'dzin), রাব-ব্র্তান-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rab brtan rgya mtsho), রোং-বো-মে-র্গান-ছোস-র্জে (ওয়াইলি: rong bo me rgan chos rje), দ্গে-'দুন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dge 'dun rgya mtsho), গ্রুব-দ্বাং-স্তোব্স-ল্দান-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: grub dbang stobs ldan rgya mtsho) প্রভৃতি লামার নিকট শিক্ষালাভ করেন। ১৭৪৯ খ্রিষ্টাব্দে রোল-পা'ই-র্দো-র্জে (ওয়াইলি: rol pa'i rdo rje) নামক তৃতীয় ল্চাং-স্ক্যা হো-থোগ-থু (ওয়াইলি: lcang skya ho thog thu) তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৫২ খ্রিষ্টাব্দে তিনি মধ্য তিব্বত যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় সপ্তম দলাই লামা, ষষ্ঠ পাঞ্চেন লামা, কুন-দ্গা'-ব্লো-গ্রোস (ওয়াইলি: kun dga' blo gros) নামক একত্রিশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

১৭৬৩ খ্রিষ্টাব্দে তিনি গোনলুং বৌদ্ধবিহার এবং ১৭৬৫ খ্রিষ্টাব্দে তিনি স্কু-'বুম বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৭৬৯ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী দুই বছর তিনি চীনমঙ্গোলিয়ায় বসবাস করেন। এই সময় এই দুই অঞ্চলের শাসকদের সঙ্গে সুসম্পর্কের জেরে তিনি নোমিনহান উপাধি এবং ঙ্গাবা ও খোতসে নামক স্থানের অধিকার লাভ করেন। ১৭৮৪ খ্রিষ্টাব্দে তিনি ১৭৯১ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং অঞ্চলে একটি চিকিৎসা বিদ্যালয়, ১৭৮৮ খ্রিষ্টাব্দে স্কু-'বুম বৌদ্ধবিহারে মৈত্রেয়কে উতসর্গীকৃত একটি স্বর্ণ মন্দির এবং ঙ্গাবা অঞ্চলে গোমাং বৌদ্ধবিহার স্থাপন করেন। ১৭৮৯ খ্রিষ্টাব্দে তাকে ব্যা-খ্যুং-থেগ-ছেন-ব্শাদ-স্গ্রুব-গ্লিং (ওয়াইলি: bya khyung theg chen bshad sgrub gling) বিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ব্লো-ব্জাং-স্মোন-লাম (ওয়াইলি: blo bzang smon lam) নামক বাষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা, ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ব্লো-ব্জাং-ছোস-ক্যি-ন্যি-মা (ওয়াইলি: blo bzang chos kyi nyi ma) নামক তৃতীয় থু'উ-ব্ক্বান (ওয়াইলি: thu'u bkwan), ব্সোদ-নাম্স-দ্বাং-র্গ্যাল (ওয়াইলি: bsod nams dbang rgyal) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের পঞ্চদশ প্রধান, 'জিগ্স-মেদ-লুং-রিগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jigs med lung rigs rgya mtsho) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের ষোড়শ প্রধান, দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: don grub rgya mtsho) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধান, দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dkon mchog rgyal mtshan) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের চব্বিশতম প্রধান, 'জিগ্স-মেদ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jigs med rgyal mtshan) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের ছাব্বিশতম প্রধান, দ্কোন-ম্ছোগ-দ্গ্যেস-পা'ই-ব্লো-গ্রোস (ওয়াইলি: dkon mchog dgyes pa'i blo gros) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের আঠাশতম প্রধান, ব্লো-ব্জাং-দ্কোন-ম্ছোগ (ওয়াইলি: blo bzang dkon mchog) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের চুয়াল্লিশতম প্রধান প্রভৃতি।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (2011-01)। "The Second Jamyang Zhepa, Konchok Jigme Wangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-07-16  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Nietupski, Paul. 2011. Labrang Monastery: A Tibetan Buddhist Community on the Inner Asian Borderlands, 1709-1958. Plymouth: Lexington Books, pp. 127–132, ff.
  • Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, Vol. 5, pp. 667.
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস
দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো
দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো