দেবলীনা দত্ত

ভারতীয় অভিনেত্রী

দেবলীনা দত্ত (ইংরেজি: Debolina Dutta[α]) একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ১৯৯৬ সালে, বাংলা ধারাবাহিক সীমারেখা দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়।[৩] সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস সাতকাহন অবলম্বনে নির্মিত সাতকাহন ধারাবাহিকে দীপাবলীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন দেবলীনা দত্ত।[৩] এরপরে রবি ওঝার ধারাবাহিক এক আকাশের নীচে তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।[৩][৪]

দেবলীনা দত্ত
জন্ম (1977-04-20) এপ্রিল ২০, ১৯৭৭ (বয়স ৪৬)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীতথাগত মুখোপাধ্যায় (বি. ২০১৪)[১][২]

কর্ম-তালিকা সম্পাদনা

ধারাবাহিক সম্পাদনা

বছর শিরোনাম চরিত্র টীকা সূত্র
১৯৯৬ সীমারেখা
কি আশায় বান্ধি খেলাঘর
এক নাম্বার মেস বাড়ি
শানাই
১৯৯৯-২০০০ সাতকাহন দীপাবলী
২০০০-২০০৫ এক আকাশের নিচে নন্দিনী
রাজা এবং গজা, বিন্দাস মজা
সখী
এখানে আকাশ নীল
নীল সীমানা
২০১৮-২০১৯ বাজলো তোমার আলোর বেণু
ঠিক যেন লাভ স্টোরি
কুন্দ ফুলের মালা

বিজ্ঞাপন সম্পাদনা

দেবলীনা ভারতীয় বিজ্ঞাপন সবিতা ভাবীর চরিত্রে অভিনয় করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

উদ্ধৃতি সম্পাদনা

  1. "Debleena Dutta gets married"Times of India। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭ 
  2. "Debleena Dutta pics"Gomolo.com। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭ 
  3. "'এখন ধারাবাহিকের মান পড়ে গিয়েছে'"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১০ 
  4. "Ek Akasher Niche: 'এক আকাশের নীচে'র আম্মার স্মৃতি দু'দশক পেরিয়েও অম্লান, যৌথ পরিবারের আয়না ছিল এই সিরিয়াল"TheWall (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১০ 
  5. "Deboleena Dutta as Savita Bhabhi"। Trustmobile। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

উৎস সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. Spell according to [১]The Telegraph (Calcutta)