দুরুল হুদা

মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ

দুরুল হুদা (১৯৫৫ – ৩ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ছিলেন যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন। এছাড়া, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

দুরুল হুদা
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র
কাজের মেয়াদ
১৬ এপ্রিল ১৯৯০ – ৬ নভেম্বর ১৯৯০
পূর্বসূরীআব্দুল হাদী
উত্তরসূরীমেসবাহ উদ্দীন আহম্মেদ
রাজশাহী-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
পূর্বসূরীমুজিবুর রহমান
উত্তরসূরীআমিনুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৫
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পূর্ব পাকিস্তান
মৃত্যু৩ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৬৪)
স্কয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় পার্টি

জীবনী সম্পাদনা

দুরুল হুদা ১৯৫৫ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোল্লাটোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[১][২] ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৩]

রাজনৈতিক জীবন সম্পাদনা

দুরুল হুদা ১৯৮৮ সালে রাজশাহী-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] ১৯৯০ সালের ১৬ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৫] মেয়র থাকাকালীন সময়ে তিনি উপমন্ত্রীর সমান মর্যাদা লাভ করেছিলেন।[৬] এছাড়া, তিনি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।[৭]

মৃত্যু সম্পাদনা

দুরুল হুদা ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৬][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাসিকের সাবেক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"ইত্তেফাক। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "রাসিকের সাবেক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"ইনকিলাব। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা দুরুল হুদা আর নেই"আলোকিত বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "List of 4th Parliament Members" (পিডিএফ)জাতীয় সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "পূর্বতন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক" (পিডিএফ)রাজশাহী সিটি কর্পোরেশন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "সাবেক এমপি ও সিটি মেয়র দুরুল হুদা আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "সাবেক রাসিক মেয়র দুরুল হুদার ইন্তেকাল"আমাদের সময়। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "সাবেক রাসিক মেয়র দুরুল হুদা আর নেই"মানবজমিন। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০