দুরন্ত টিভি

শিশুদের টিভি চ্যানেল

দুরন্ত টিভি বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ৫ অক্টোবর ২০১৭ সালে চ্যানেলটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে[১] ও ১৫ অক্টোবর থেকে পূর্ণ সম্প্রচার শুরু করে। ‘দুরন্ত’ টিভির পরিচালক হলেন অভিজিৎ চৌধুরী, প্রকল্প পরিচালক শাকিব আরিফিন, অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, বিপণন বিভাগের প্রধান হলেন আমজাদ হোসেন আরজু।

দুরন্ত টেলিভিশন
দুরন্ত টিভি লোগো
উদ্বোধন১৫ অক্ট‌োবর, ২০১৭
মালিকানাবারিন্দ মিডিয়া লিমিটেড
চিত্রের বিন্যাসএসড‌ি
স্লোগানআনন্দ‌ে সারাদ‌িন
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়বনানী, ঢাকা
ওয়েবসাইটduronto.tv

অনুষ্ঠানমালা সম্পাদনা

  • কুটু ভুটু
  • সুইট লিটল মনস্টার
  • সিসিমপুর
  • ইনা মিনা ডীকা
  • গোলক ধাঁধা
  • ভুলোস্টাইন
  • রাস্টি রিভেটস
  • দা মিনি টিইটি কিডস
  • খাট্টা মিঠা
  • ইয়াকারি
  • হাবলু গাবলু
  • ববি এন্ড বিল
  • দুরন্ত সিনেমা সময় (প্রতিদিন দুপুর ৩-০০ এবং রাত ১০-০০)
  • দি ইংলিশ ক্লাব
  • দি আর্ট রুম
  • মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ
  • বানান মানে Spelling
  • কাট্টুস কুট্টুস
  • দ্য আডভেঞ্চার অফ টিনটিন
  • বর্ণমালার ঘর
  • দা মিনি টিইটি কিডস
  • খাট্রা মিঠা
  • ইয়াকারি
  • কাবলু বাললু
  • ববি এন্ড বিল
  • রঙ বেরঙের গল্প
  • স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্
  • অ্যানিমেনিয়াক্স
  • দ্য পেঙ্গুইন্‌স অফ মাদাগাসকার
  • কুংফু পান্ডা: লিজেন্ডস অফ আসমেনেস
  • দ্য ব্যাকইয়ারডিগানস্
  • বাবল গাপিস
  • প প্যাট্রোল
  • ফ্লোরি’স ড্রাগনস
  • দ্য জাঙ্গল বুক
  • নেলা দ্য প্রিন্সেস নাইট
  • বব দ্য বিল্ডার
  • লিটল চার্মারস
  • সোনার কাঠি রূপার কাঠি
  • ব তে বন্ধু
  • গল্প শেষে ঘুমের দেশে
  • মা-বাবাই সেরা
  • মায়া দ্য বী
  • আমাদের সপ্ন ঘূড়ি

পূর্ব প্রচারিত অনুষ্ঠান মালা সম্পাদনা

  • টিরিগিরি টক্কা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিশুতোষ টেলিভিশন 'দুরন্ত'র যাত্রা শুরু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮