দীপ নেভে নাই

১৯৭০ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র

দীপ নেভে নাই নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী প্রণয়-নাট্যধর্মী চলচ্চিত্র। এর চিত্রনাট্য লিখেছেন বেবী ইসলাম এবং সংলাপ লিখেছেন ইসমাইল মোহাম্মদ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাককবরী[২][৩] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, রোজী সামাদ, রাজু আহমেদ, হাসমত প্রমুখ।[৪]

দীপ নেভে নাই
দীপ নেভে নাই চলচ্চিত্রের পোস্টার
পরিচালকনারায়ণ ঘোষ মিতা
প্রযোজকনারায়ণ ঘোষ মিতা
রচয়িতাইসমাইল মোহাম্মদ (সংলাপ)
চিত্রনাট্যকারইসমাইল মোহাম্মদ
শ্রেষ্ঠাংশে
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকবশীর হোসেন
মুক্তি১ নভেম্বর ১৯৭০[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

দীপ নেভে নাই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামানগাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ, মাহমুদুন্নবী, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সত্য সাহা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Movie List 1970"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  2. "নায়িকাদের চোখে নায়করাজ"দৈনিক কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  3. "আমার প্রায় সব ছবির নায়ক, বন্ধু রাজ্জাক: কবরী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ আগস্ট ২০১৭। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  4. "Bangladeshis remember Dhallywood screen icon Razzak"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা