তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ

সৌদী রাজনীতিবিদ

তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ (আরবি: ترکي بن عبدالله) (১৭৫৫–১৮৩৪) ছিলেন দ্বিতীয় সৌদি রাষ্ট্র নজদ আমিরাতের প্রতিষ্ঠাতা। তিনি ১৮২৩ থেকে ১৮৩৪ সাল পর্যন্ত নজদ শাসন করেছেন।[১] সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদ তার প্রপৌত্র।

তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল সৌদ
উপাধিতুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ আল সৌদ
জন্ম১৭৫৫[তথ্যসূত্র প্রয়োজন]
মৃত্যু১৮৩৪

পরিবার সম্পাদনা

তুর্কির পিতা আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন সৌদ ছিলেন প্রথম সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন সৌদের পুত্র এবং আবদুল আজিজ বিন মুহাম্মদের ছোট ভাই।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Vassiliev 2013
  2. Winder 1965, p. 60.

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
নতুন দপ্তর
দ্বিতীয় সৌদি রাষ্ট্রের ইমাম
১৮২৩–১৮৩৪
উত্তরসূরী
ফয়সাল বিন তুর্কি