তিমুরিদ রেনেসাঁ

(তিমুরিদ রেনেসাঁ নবজাগরণ থেকে পুনর্নির্দেশিত)

তিমুরিদ রেনেসাঁ নবজাগরণ এশীয় ও ইসলামী ইতিহাসের একটি ঐতিহাসিক সময় ছিল। এটি ইসলামি স্বর্ণযুগ শেষে শুরু হয়েছিল তৈমুরি সাম্রাজ্যতে, আজকের উজবেকিস্তান এবং আফগানিস্তানে। এর সময়কালটি ইতালীয় পুনর্জাগরণের আগে এসেছিল। এই বিস্ময়কর সময় ইসলামিক এবং পার্সিয়া আদর্শ উপর ভিত্তি করে ছিল। এই যুগের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে সম্রাট তৈমুর লং, ইবনে খালদুন, শাহ রুখ, উলুগ বেগ এব সুলতান হুসেন বেয়াকারা। এই নবজাগরণ অটোম্যান টার্কি, সাফাভিড ইরান এবং মুঘল ভারতকে প্রভাবিত করেছিল।[১][২]

Timurid Renaissance
তারিখ14th century - 16th century
অবস্থানTimurid Empire (Central Asia and Persia)
অংশগ্রহণকারীTimurid dynasty

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ruggiero, Guido (১৫ এপ্রিল ২০০৮)। A Companion to the Worlds of the Renaissance, Guido Ruggieroআইএসবিএন 9780470751619। ৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬ 
  2. Subtelny, Maria Eva (নভেম্বর ১৯৮৮)। "Socioeconomic Bases of Cultural Patronage under the Later Timurids"International Journal of Middle East Studies20 (4): 479–505। ডিওআই:10.1017/S0020743800053861। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬