তাহির ইবনে হুসাইন (ফার্সি: طاهر بن حسین, আরবি: طاهر بن الحسين), জুল-ইয়ামিনাইন (আরবি: ذو اليمينين, "the ambidextrous"), এবং আল-আ'ওয়ার (আরবি: الأعور, "the one-eyed"), ছিলেন আব্বাসীয় খিলাফতের একজন ইরানি বংশোদ্ভূত সেনাপতি ও গভর্নর। চতুর্থ ফিতনার সময় তিনি খলিফা আল-মামুনের অধীনে কাজ করেছেন এবং আল-আমিনের বিরুদ্ধে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি কৃত্বিত্বের পুরস্কার হিসেবে খোরাসানের গভর্নর হন। এর ফলে তাহিরি রাজবংশের সূচনা হয়।

তাহির ইবনে হুসাইন
তাহিরি আমির
রাজত্ব৮২১–৮২২
উত্তরসূরিতালহা ইবনে তাহির
জন্ম৭৭৫-৭৬
পুশাং
মৃত্যু৮২২
মার্ভ‌
প্রাসাদতাহিরি
পিতাহুসাইন
ধর্মইসলাম (সুন্নি)

তথ্যসূত্র সম্পাদনা

উৎস সম্পাদনা

নতুন পদবী তাহিরি আমির
৮২১–৮২২
উত্তরসূরী
তালহা ইবনে তাহির