তার্ন নদী পশ্চিম ইউরোপের রাষ্ট্রে ফ্রান্সের দক্ষিণভাগে অবস্থিত একটি নদী। এর দৈর্ঘ্য ৩৮১-কিলোমিটার (২৩৭ মা)। নদীটি সেভেন পর্বতমালার ১৫৫০ মিটার উচু পাহাড় মোঁ লোজের থেকে উৎপত্তিলাভ করে মোটামুটি পশ্চিম দিকে নানা গভীর গিরিখাত দিয়ে মোয়াসাক শহরের দিকে প্রবাহিত হয়েছে এবং সেখানে এটি গারন নদীর সাথে মিশেছে।

তার্ন
তার্নের গিরিখাতের সুউচ্চ খাড়া পর্বতঢাল
তার্ন নদীর গতিপথ
অবস্থান
দেশফ্রান্স
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎসমোঁ লোজের
 • অবস্থানসেভেন, ফ্রান্স
 • স্থানাঙ্ক৪৪°২৪′৫৩″ উত্তর ৩°৪৮′৫৪″ পূর্ব / ৪৪.৪১৪৭২° উত্তর ৩.৮১৫০০° পূর্ব / 44.41472; 3.81500
 • উচ্চতা১,৫৫০ মি (৫,০৯০ ফু)
মোহনাগারন নদী
 • অবস্থান
মোয়াসাক, ফ্রান্স
 • স্থানাঙ্ক
৪৪°০৫′১০″ উত্তর ১°০২′৩৩″ পূর্ব / ৪৪.০৮৬১১১° উত্তর ১.০৪২৫° পূর্ব / 44.086111; 1.0425
দৈর্ঘ্য৩৮১ কিমি (২৩৭ মা)
অববাহিকার আকার১৫,৭০০ কিমি (৬,১০০ মা)
নিষ্কাশন 
 • গড়১৪০ মি/সে (৪,৯০০ ঘনফুট/সে)