তারাস রোমানচুক , (ইউক্রেনীয়: Тарас Вікторович Романчук; জন্ম: ১৪ নভেম্বর ১৯৯১) হলেন ইউক্রেনে জন্মগ্রহণকারী পোলিশ পেশাদার ফুটবলার, যিনি একস্ত্রাকলাসায় ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক ক্লাবে এবং পোল্যান্ড জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

তারাস রোমানচুক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তারাস ভিক্তরোভিচ রোমানচুক
জন্ম (1991-11-14) ১৪ নভেম্বর ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান কোভেল, ভোলিন অঞ্চল, ইউক্রেন
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৪–২০০৫ এমএফকে কোভেল
২০০৫ বিআরডাব্লিউ-বিআইকে ভলোদিমির-ভলিনস্কাই
২০০৬–২০০৮ এমএফকে কোভেল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১৩ আপ্পারকোট কোভেল ৩৪ (১৩)
২০১৩–২০১৪ লেগিয়োনভিয়া লেগিয়োনভো ৪৫ (৩)
২০১৪– ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক ১১৮ (১৬)
জাতীয় দল
২০১৮– পোল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার সম্পাদনা

রোমানচুক ক্ষুদ্রতর ইউক্রেনীয় ফুটবল ক্লাবে খেলেছেন এবং ২০১৩ সালে পোলিশ ক্লাব লেগিয়োনভিয়া লেগিয়োনভোর সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৩ সালের জুলাই হতে তিনি পোলিশ একস্ত্রাকলাসা ক্লাব ইয়াগিলোনিয়া বিয়ালিস্টকে খেলছেন।[১]

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

২০১৮ সালের ১৫ই মার্চ তারিখে, রোমানচুক পোল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন, যার ফলে তিনি পোল্যান্ড জাতীয় দলের হয়ে ফুটবল খেলার যোগ্যতা অর্জন করেন।[২] নাইজেরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচের জন্য পোল্যান্ড দলে রোমানচুককে ডাক দেওয়া হয়। তিনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে পোল্যান্ডের হয়ে অভিষেক করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Т.Романчук: "Яґеллонія — мій шанс розвиватися далі" (Ukrainian ভাষায়)। football.ua। ২০১৪-১২-২৭। 
  2. "Taras Romanczuk został obywatelem Polski. "To wyjątkowy dzień w moim życiu"" (পোলিশ ভাষায়)। przegladsportowy.pl। ১৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  3. "Brawa dla Romanczuka. Udany debiut zawodnika Jagiellonii" (পোলিশ ভাষায়)। przegladsportowy.pl। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা