তরুণ তুর্কি বিপ্লব

১৯০৮ সালে উসমানীয় সাম্রাজ্যে সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের বিপ্লব

তরুণ তুর্কি বিপ্লব ১৯০৮ সালে সংঘটিত হয়। এর ফলে স্থগিত হয়ে যাওয়া ১৮৭৮ সালের সংসদ পুনর্বহাল হয় এবং উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সাংবিধানিক যুগের সূচনা হয়। এটি উসমানীয় সাম্রাজ্যের পতনের সময়কার ঘটনা। তুর্কি জাতীয়তাবাদী, পাশ্চাত্যপন্থি সেকুলার, আর্মেনীয় ও গ্রীকদের মত সংখ্যালঘুসহ আরো বেশ কিছু সংস্কারপন্থিদের মধ্য থেকে এই বিপ্লব সংঘটিত হয়।

তরুণ তুর্কি বিপ্লব
মূল যুদ্ধ: উসমানীয় সাম্রাজ্যের ভাঙন

উসমানীয় মিল্লাত (উসমানীয় সাম্রাজ্য), মিল্লাত নেতাদের তরুণ তুর্কি বিপ্লবের ঘোষণা
তারিখ১৯০৮
অবস্থান
ফলাফল
বিবাদমান পক্ষ
তরুণ তুর্কি উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সরকার
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য সুলতান দ্বিতীয় আবদুল হামিদ

বিপ্লবের পর সংসদ ও ১৮৭৬ সালের সংবিধান পুনর্বহাল করা হয়। সুলতান দ্বিতীয় আবদুল হামিদ ১৮৭৮ সালে এগুলো স্থগিত করেছিলেন। ফলে স্বল্পকাল স্থায়ী প্রথম সাংবিধানিক যুগের সমাপ্তি ঘটে। তবে শাসনতান্ত্রিক পরিবর্তন সহজসাধ্য ছিল না। স্থানীয় বিপ্লবের ফলে সাম্রাজ্যের সীমানা ভেঙে পড়ছিল। ১৯০৯ সালে রাজতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য পাল্টা অভ্যুত্থান সংঘটিত হয়। পরবর্তীতে ৩১ মার্চের ঘটনা বলে পরিচিত ঘটনা সংঘটিত হয় যার ফলে তরুণ তুর্কিরা পরাজিত হয় ও পাল্টা অভ্যুত্থানকারীরা ক্ষমতা লাভ করে। তাদের নতুন সংগঠন কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেস মূলত এতে নেতৃত্ব দেয়।

বিপ্লব সম্পাদনা

...Then the onward march on Constantinople, of the Army of Liberty, the 3rd Army Corps of Salonica, still faithful to the Committee of Union and Progress. Volunteers were called for, and Armenians, Jews, Greeks, Bulgarians, Koords and Lazes, all flocked to the Turkish standard. For the first time in the history of the world, Christian stood shoulder to shoulder with Muslim in a triumphant onslaught for the recovery of liberty and the reinstatement of the Constitution. Constantinople was besieged. Sultan Hamid 's own guard and the officerless Constantinople Army Corps he had bribed were conquered. Hamid was dethroned and Mohamed V., subordinate to the Constitution and the Committee of Union and Progress, reigned in his stead.

— Chambers, Robert, Liberty and The Ottoman .[১]

১৯০৮ সালের মধ্য এপ্রিলে বিপ্লব শুরু হয়। এ বছর মেসিডোনিয়ার থার্ড আর্মি কনস্টান্টিনোপলের অভিমুখে যাত্রা করে।[২] মেজর আহমেদ নিয়াজি রাজধানী থেকে আগত একটি অনুসন্ধান কমিটির ভয়ে ৩ জুলাই রেসেন থেকে সরে যান। তার সাথে ২০০ অনুসারী ছিল। সৈনিকদের মধ্যে আন্দোলনের জনপ্রিয়তা থাকায় সুলতানের দমন প্রচেষ্টা ব্যর্থ হয়। অটোমানিজম নামক মতাদর্শের কারণে বিদ্রোহী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২৪ জুলাই সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আত্মসমর্পণ করেন ও ১৮৭৬ সালের সংবিধান পুনর্বহালের ঘোষণা দেন।

ফলাফল সম্পাদনা

১৯০৮ সালের তরুণ তুর্কি বিপ্লবের গুরুত্বপূর্ণ ফলাফলসমূহ নিম্নরূপ:

  • নতুন অভিজাত শাসকশ্রেণীর উত্থান।
  • পরবর্তী বছর পঞ্চম মুহাম্মদের কাছে সুলতান দ্বিতীয় আবদুল হামিদের ক্ষমতা হস্তান্তর।
  • উসমানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের একত্রীকরণ ও ১৯১৩ সালের অভ্যুত্থানের পথ তৈরি।
  • কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেসের সাথে ক্ষুদ্র তরুণ তুর্কির একত্রীকরণ।
  • উসমানীয় রাজনীতিতে কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেস নতুন শক্তিকেন্দ্রে পরিণত হয়।
  • ইতিপূর্বে বেআইনি ঘোষিত আর্মেনিয়ান রেভলুশনারি ফেডারেশন উসমানীয় সাম্রাজ্যের আর্মেনীয় সম্প্রদায়ের প্রধান প্রতিনিধি হয়ে উঠে।[৩] এর ফলে ১৯০৮ সালের পূর্বের আর্মেনীয় অভিজাতদের স্থান চলে যায়। ইতিপূর্বে বণিক, শিল্পী ও ধর্মতাত্ত্বিকদের নিয়ে এই গোষ্ঠী গঠিত হয়েছিল। তারা অটোমানিজম নামক রাষ্ট্রীয় কাঠামোতে নিজেদের ভবিষ্যত অধিক সুবিধাপ্রাপ্ত ধরতেন।
  • কিছু সম্প্রদায় যেমন ইহুদি, সংস্কারবাদি গোষ্ঠী তরুণ তুর্কিদের অনুকরণে রক্ষণশীল অভিজাত শাসকদের হটিয়ে নতুন সংস্কারবাদিদের দ্বারা তাদের স্থান পূরণ করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chambers, Robert, "Liberty and The Ottoman", Monthly, University of Toronto .
  2. Chisholm, Hugh (১৯২২)। The Encyclopædia britannica (12th সংস্করণ)। পৃষ্ঠা 425। 
  3. Zapotoczny, Walter S.। "The Influence of the Young Turks" (পিডিএফ)। W zap online। ২৫ জুলাই ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১১ 

আরও পড়ুন সম্পাদনা

  • Hanioğlu, M Şükrü (২০০১), Preparation for a Revolution: The Young Turks, 1902–1908, Oxford University Press, আইএসবিএন 0-19-513463-X .
  • Benbassa, Esther (১৯৯০), Un grand rabbin sepharde en politique, 1892‐1923 [A great sephardic Rabbi in politics, 1892–1923] (French ভাষায়), Paris, পৃষ্ঠা 27–28 .

বহিঃসংযোগ সম্পাদনা