ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি সড়ক সুড়ঙ্গ, যা এনএইচ ৪৪ (জাতীয় মহাসড়ক ১এ (ভারত, পুরাতন সংখ্যা)) এর অংশ। এই সুড়ঙ্গ নির্মাণের কাজটি ২০১১ সালে শুরু হয়[১] এবং ২০১৭ সালের ২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সুড়ঙ্গের উদ্ভোদন করেন।[২]

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ
রাতে সুড়ঙ্গ
সংক্ষিপ্ত বিবরণ
দাপ্তরিক নামড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ
অন্যান্য নামশ্যামা সুড়ঙ্গ
পেটনিটোপ টানেল
চেনানি-নাশরি সুড়ঙ্গ
অবস্থান ভারত
অবস্থাসক্রিয়
পথএনএইচ ৪৪
অতিক্রম করেপেটনিটোপ, কুড এবং বাটোট
শুরুচেনানি
শেষনাশরি
ক্রিয়াকলাপ
নির্মাণ শুরুজুলাই ২০১১[১]
চালু হয়২ এপ্রিল ২০১৭[২]
মালিকভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ
যানবাহনমোটরগাড়ি
ধরনযাত্রী ও মাল পরিবহন
কারিগরি বৈশিষ্ট্য
নকশা প্রকৌশলীআইএল এবং এফএস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক লিমিটেড
দৈর্ঘ্য৯.২ কিলোমিটার (৫.৭ মা)[৩]
লেন সংখ্যা[৩]
কার্যকর গতিবেগ৫০ কিমি/ঘণ্টা[৪]
সর্বনিম্ন গভীরতা১,২০০ মি (৩,৯৩৭ ফু)
প্রস্থ১৩ মি (৪৩ ফু)

এটি ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য হল ৯.২৮ কিমি (৫.৮ মা)।[৪] এটি সম্পূর্ণরূপে সংহত সুড়ঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা'সহ ভারতের প্রথম সুড়ঙ্গ।[৫] সুড়ঙ্গটি জম্মু ও শ্রীনগরের মধ্যবর্তী দূরত্ব ৩০ কিলোমিটার এবং ভ্রমণের সময়কে দুই ঘণ্টা কমিয়েছে। রাখার জন্য পাটনিটোপ, কুড এবং বাটোটে মতো ধ্বস এবং তুষারপাতের প্রবণ এলাকাগুলি এনএইচ ৪৪-কে অবরুদ্ধ করে রাখে এবং এবং গাড়ির দীর্ঘ জটের কারণ। এই সকল এলাকাকে শীতকালে অতিক্রম বা বাইপাস করে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Centre unveils Rs 10,000 cr road projects for J&K - The Hindu"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১৭ 
  2. "PM Modi inaugurates Indias longest road tunnel in J&K - The Hindu"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩, ২০১৭ 
  3. "IL&FS Transportation Networks Ltd - Chenani-Nashri Tunnel Project Page"। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১৭ 
  4. "PM Narendra Modi to inaugurate India's longest tunnel: 10 facts about the 'engineering marvel'"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭ 
  5. "Chenani-Nashri tunnel: Through the heart of the Himalayas, a shorter, safer route to the Valley"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৩