ডোডা জেলা

জম্মু ও কাশ্মিরের একটি জেলা

ডোডা জেলা হল ভারতের জম্মু ও কাশ্মীরের একটি জেলা। জেলা সদর হল ডোডা শহর।

ডোডা জেলা
জম্মু ও কাশ্মীরের জেলা
ডোডা শহরের দৃশ্য
ডোডা শহরের দৃশ্য
জম্মু ও কাশ্মীরে ডোডা জেলার অবস্থান
জম্মু ও কাশ্মীরে ডোডা জেলার অবস্থান
স্থানাঙ্ক (ডোডা): ৩৩°০৮′৪৫″ উত্তর ৭৫°৩২′৫২″ পূর্ব / ৩৩.১৪৫৭৩৩° উত্তর ৭৫.৫৪৭৮১৭° পূর্ব / 33.145733; 75.547817
দেশভারত
কেন্দ্রশাসিত অঞ্চলজম্মু ও কাশ্মীর
বিভাগজম্মু বিভাগ
সদরদপ্তরডোডা
আয়তন
 • মোট৮,৯১২ বর্গকিমি (৩,৪৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,০৯,৯৩৬
 • জনঘনত্ব৪৬/বর্গকিমি (১২০/বর্গমাইল)
 • পৌর এলাকা৭.৯৭%
ভাষা
 • সরকারিউর্দু, ইংরেজি
 • কথিতউর্দু, কাশ্মীরি, গুজারি, পাহাড়ি, ডোগরী, ইংরেজি[১]
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনজেকে-০৬
প্রধান মহাসড়কএনএইচ ২৪৪
ওয়েবসাইটডোডা জেলা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে ডোডা জেলার জনসংখ্যা ৪,০৯,৯৬৩ জন। জেলাটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৪৬ জন। ২০০১-এর দশকে এর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৮.০০%। ডোডা জেলার লিঙ্গ অনুপাত রয়েছে প্রতি ১,০০০ পুরুষ প্রতি ৯১৯ জন মহিলা এবং এর সাক্ষরতার হার ৬৪.৬৮%।[২]

ভাষা সম্পাদনা

ডোডা জেলা: ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন ভাষাভাষীর পাইচিত্র[৩]

  ডোগরি (৩.৯৬%)
  ভরমৌড়ী (০.৭৯%)
  ঢুন্ধাড়ী (০.৫০%)
  গুর্জরী (৭.৩৭%)
  হরিয়াণি (১.৫৫%)
  হিন্দি (৫.২০%)
  পাহাড়ি (২.৪৩%)
  কাশ্মীরি (৪১.৫৯%)
  সারাজী (১৩.৮৪%)
  অন্যান্য (২.৭৭%)

নগর/গ্রামীণ জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারির জন্য ডোডা জেলার মোট জনসংখ্যার মধ্যে ৭.৯৭ শতাংশ জেলার নগর অঞ্চলে বাস করে।[২] মোট ৩২,৬৮৯ জন শহরাঞ্চলে বাস করেন, যার মধ্যে পুরুষ ১৮,২১১ জন এবং ১৪,৪৭৮ জন মহিলা। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে ডোডা জেলার নগর অঞ্চলে লিঙ্গ অনুপাত ৭৯৫। একইভাবে ২০১১ সালের আদমশুমারিতে ডোডা জেলায় শিশু লিঙ্গের অনুপাত ছিল ৮৩১। শহুরে অঞ্চলে শিশুদের জনসংখ্যা (০ থেকে ৬ বছরের মধ্যে) ছিল ৪,০৩৩ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ২,২০৩ এবং ১,৮৩০ জন। ডোডা জেলার এই শিশুসংখ্যার জনসংখ্যা মোট শহুরে জনসংখ্যার ১২.১০%। ডোডা জেলায় গড় সাক্ষরতার হার ৮৫.৬১% এবং পুরুষ ও মহিলাদের মধ্যে সাক্ষরতার হার যথাক্রমে ৯২.৪৬% এবং ৭৬.৯৪%। প্রকৃত সংখ্যায় ২৪,৫৩৩ জন নগর অঞ্চলে সাক্ষর, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ১৪,৮০১ জন এবং ৯,৭৩২ জন।[২]

২০১১ সালের আদমশুমারি অনুসারে ডোডা জেলার ৯২.০৩% জনগোষ্ঠী গ্রামে বাস করে। ডোডা জেলার গ্রামীণ অঞ্চলে মোট জনসংখ্যা ৩,৭৭,২৪৭ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যা যথাক্রমে ১৯৫,৪৩০ এবং ১৮১,৮১৭ জন।[২] ডোডা জেলার গ্রামীণ অঞ্চলে, লিঙ্গ অনুপাত ১০০০ পুরুষ প্রতি ৯৩০ জন মহিলা। যদি ডোডা জেলার শিশু লিঙ্গের অনুপাতের তথ্য বিবেচনা করা হয়, তবে ১০০০ ছেলেদের প্রতি ৯৩৯ টি মেয়ে রয়েছে। ০-৬ বছর বয়সী শিশুদের জনসংখ্যা গ্রামাঞ্চলে ৬৭,২০৭ জন, যার মধ্যে ছেলে ৩৪,৬৫৯ জন এবং মেয়ে ৩২,৫৪৮ জন।

গৃহহীন সম্পাদনা

২০১১ সালে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় মোট ১২ পরিবার ফুটপাতে বা গৃহহীনভাবে বাস করে। ২০১১ সালের আদমশুমারির সময় গৃহহীনভাবে বসবাসকারীদের সংখ্যা ৫৩ জন। এটি উধমপুর জেলার মোট জনসংখ্যার প্রায় ০.০১%।[২]

ধর্ম সম্পাদনা

মুসলিম প্রধান রাজ্যে ডোডা জেলা হল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। ভারতের জনগণনা ২০১১ সালের হিসাবে জেলার মোট জনসংখ্যা ছিল ৪,০৯,৯৬৩; হিন্দু ধর্মাবলম্বী ছিল ৪৫.৭৭%, মুসলমানরা ৫৩.৮২%, শিখ ০.১০% এবং খ্রিস্টান ০.১২%। জেলাতে ১৮৭,৬২১ জন হিন্দু, ২২০,৬১৪ জন মুসলিম, ৪২২ জন শিখ ও ৪৭২ জন খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "JK only state where 8 languages are spoken"greaterkashmir.com। Greater Kashmir। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  2. "Doda District : Census 2011-2019 data"www.census2011.co.in। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; census2011-C16 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা