ডুমুরিয়া ইউনিয়ন, টুঙ্গিপাড়া

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি ইউনিয়ন

ডুমুরিয়া ইউনিয়ন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ডুমুরিয়া
ইউনিয়ন
ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ
ডুমুরিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
ডুমুরিয়া
ডুমুরিয়া
ডুমুরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
ডুমুরিয়া
ডুমুরিয়া
বাংলাদেশে ডুমুরিয়া ইউনিয়ন, টুঙ্গিপাড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′৪৯″ উত্তর ৮৯°২৫′২০″ পূর্ব / ২২.৮১৩৬১° উত্তর ৮৯.৪২২২২° পূর্ব / 22.81361; 89.42222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাটুঙ্গিপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

টুংগীপাড়া উপজেলা সদর হতে ১২ কিলোমিটার উত্তর দিকে ডুমরিয়া ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

ডুমরিয়া ইউনিয়নে ২৫০ বৎসর পূর্বে জনবসতি শুরু। হিন্দু সম্প্রদায়ের লোকেরা  পুরো  চৈত্র মাস শিবাসন বা পাট মাথায় নিয়ে এলাকায় ধর্মীয় জাগ-যজ্ঞাদি ও গান বাজনা করে মাসের শেষে চৈত্র সংক্রান্তিতে পাট পূঁজা বানিল পূঁজা করতেন। সেই পাট পূঁজা থেকে অত্র এলাকার জন্ম হয় ডুমরিয়া গ্রাম। ১৮৯০/১৯০০ সালে ডুমরিয়া গ্রামের নাম অনুসারে এই  ইউনিয়নের নাম হয় ডুমরিয়া। ১৯০০ সাল হতে ১৯৪৭ পর্যন্ত ডুমরিয়া ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৪৭ হতে ১৯৭১ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিল নামে পরিচিত ছিল।

গ্রাম সমূহ সম্পাদনা

গ্রাম ১৮টি সংখ্যা

ডুমরিয়া, ভৈরব নগর, কাঠিকগ্রাম, সালুখা, ভিন্নাবাড়ী, তারাইল, নারায়নখালী, কানাইনগর, চিতলীয়া, সড়াবাড়ী, লেবুতলা, বাশবাড়ীয়া, পাকুড়তীয়া, করফা, মধুখালি, চরগোপালপুর, পাতিলঝাপা, পারঝনঝনিয়া।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন- ৭৮৭৮ একর। লোকসংখ্যা- সর্বমোট ২০৭২০ জন। পুরুষ- ১০৭৮১জন, মহিলা- ৯৯৩৯।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার- ৫২.২৯%।

বিখ্যাত ব্যক্তিত্ব সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- সম্পাদনা

মোঃশেখ আলী আহমেদ (বি.কম)

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ সম্পাদনা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মো: আব্দুল আলি তালুকদার
০২ কেশব বাবু
০৩ মো: লায়েক আলী তালুকদার
০৪ গোকুল চন্দ্র বাইন
০৫ মো: সোহরাফ হোসেন তালুকদার
০৬ প্রফুল্ল কুমার বিশ্বাস
০৭ মো: হাসমত আলী শেখ (কিনু)
০৮ মোঃ গুলসান তালুকদার(ভারপ্রাপ্ত)
০৯ দিপ্তী রানী ঘরামী (ভারপ্রাপ্ত)
১০ সুখময় বাইন (চন্টিয়া)
১১ মোঃ কবির আলম তালুকদার
১২ মো শেখ আলী আহমেদ (বি.কম)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে ডুমরিয়া"বাংলাদেশ জাতীয় তথ্য। ৩১ ডিসেম্বর ২০১৭। ৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯ 
  2. "টুঙ্গিপাড়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

|}