ডিমখোসা হলো একটি রঙ বিশেষ যা মূলত মুরগির ডিমের গড়পড়তা রঙের উপস্থাপনা। ইংরেজিতে এটি এগশেল (eggshell) রঙ নামে পরিচিত।

ডিমখোসা (এগশেল)
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#F0EAD6
sRGBB  (rgb)(240, 234, 214)
CMYKH   (c, m, y, k)(0, 2, 11, 6)
HSV       (h, s, v)(46°, 11%, 94[১]%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক
ডিমের শাঁস

অভ্যন্তরীণ (ইন্টেরিয়র) নকশায় ফ্যাকাশে, নিরপেক্ষ, ধূসর-সাদা (অফ-হোয়াইট) ঘরানার কোনো রঙ ব্যবহারের প্রয়োজন হলে ডিমখোসা রঙটির ব্যবহার লক্ষ্য করা যায়।

রঞ্জক হিসেবে ব্যবহার সম্পাদনা

এগশেল পেইন্ট শব্দটি দিয়ে পুরো দেয়ালে একই রঙ দিয়ে রঞ্জিত করাকেও বুঝানো হয়, তাই এগশেল কেবল ধূসরাভ সাদা নয় অন্য যেকোনো রঙও হতে পারে।

তথ্যসূত্র সম্পাদনা