ট্যানগ্রাম

ব্যবচ্ছেদমূলক ধাঁধা

ট্যানগ্রাম হল চীনদেশের হাজার বছরের পুরনো ধাঁধা জাতীয় খেলা।এ খেলার জন্য একটি বর্গাকার কার্ডবোর্ড কে ছবির মত কেটে সাত ভাগে ভাগ করা হয়। এই সাত টুকরো কার্ডবোর্ড বিভিন্ন ভাবে সাজিয়ে বিভিন্ন মজার মজার আকার দেওয়া যায়। যেমন পশু,পাখি,মানুষ ইত্যাদি। ছবিতে কিছু আকার দেওয়া হল। তবে এই খেলার আসল মজা পাবার জন্য নিজের মাথা খাটিয়ে বিভিন্ন আকার তৈরির চেষ্টা করতে হবে।সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার খেলা।

ট্যানগ্রাম বানানোর নকশা
ট্যানগ্রাম তৈরির প্রথম ধাপ
ট্যানগ্রাম তৈরির দ্বিতীয় ধাপ
একটি তৈরি ট্যানগ্রাম
ট্যানগ্রাম দিয়ে তৈরি বিভিন্ন আকৃতি
ট্যানগ্রাম দিয়ে তৈরি বিভিন্ন আকৃতি

আরও পড়ুন সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা