টম আরায়া একজন সংগীত শিল্পী যিনি ১৯৮১ সাল থেকে আমেরিকান থ্রাশ মেটাল ব্যান্ড স্লেয়ার এ ভোকালিস্ট ও বেজিস্ট হিসেবে আছেন। স্লেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট কেরি কিং এর অনুরোধে তিনি সেখানে ভোকালিস্ট হিসেবে যোগদান করেন। স্লেয়ারে যোগ দেবার পূর্বে আরায়া ছিলেন একজন রেসপিরেটরি থেরাপিস্ট। সেখান থেকে তিনি তার জমানো অর্থ স্লেয়ারের প্রথম এলবাম শো নো মার্সি তে বিনিয়োগ করেন। টম আরায়ার বেশিরভাগ গানের বিষয় থাকে সিরিয়াল কিলার’দের নিয়ে।

টম আরায়া
টম আরায়া ২০০৮ সালে
টম আরায়া ২০০৮ সালে
প্রাথমিক তথ্য
জন্মনামটমাস এনরিক আরায়া
জন্ম (1961-06-06) জুন ৬, ১৯৬১ (বয়স ৬২)
ভিনা ডেল মার, চিলি
ধরনথ্রাশ মেটাল
পেশাসুরকার, গীতিকার, বেজিস্ট
বাদ্যযন্ত্রবেইজ, ভোকাল
কার্যকাল১৯৮১–বর্তমান
লেবেলআমেরিকান, মেটাল ব্লেড
ওয়েবসাইটslayer.net

টম আরায়া তার স্ত্রী ও দুটি সন্তানসহ আমেরিকার টেক্সাসে বসবাস করেন। তিনি অবসরে হরর সিনেমা দেখতে পছন্দ করেন।

ডিস্কোগ্রাফি সম্পাদনা

স্লেয়ার

  • শো নো মার্সি (১৯৮৩)
  • হেল এওয়েটস (১৯৮৫)
  • রেইন ইন ব্লাড (১৯৮৬)
  • সাউথ অব হ্যাভেন (১৯৮৮)
  • সিজনস ইন দি অ্যাবিস (১৯৯০)
  • ডিভাইন ইন্টারভেনশন (১৯৯৪)
  • আনডিসপিউটেড এটিটিউড (১৯৯৬)
  • ডায়্যাবলাস ইন মিউজিকা (১৯৯৮)
  • গড হেটস আস অল (২০০১)
  • ক্রাইস্ট ইল্যুশন (২০০৬)
  • ওয়ার্ল্ড পেইন্টেড ব্লাড (২০০৯)
  • রিপেন্টলেস (২০১৫)

বহিঃসংযোগ সম্পাদনা