জ্যাক হিউস্টন

ব্রিটিশ অভিনেতা

জ্যাক অ্যালেকজান্ডার হিউস্টন[২] (জন্ম: ৭ ডিসেম্বর ১৯৮২) হচ্ছেন একজন ইংরেজ অভিনেতা। তিনি রিচার্ড হ্যারো হিসেবে এইচবিওর টেলিভিশন ধারাবাহিক ব্রডওয়াক এম্পায়ার-এ কাজ করেন। ২০১৩ সালে আমেরিকান হাসল ছবিতে পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনয় করেন এবং ২০১৬ সালের ছবি বেন-হুর এ মূলচরিত্রে অভিনয় করেন।

জ্যাক হিউস্টন
২০১৫ সালে জ্যাক হাসটন কমিকন ইন্টারন্যাশনাল এ
জন্ম
জ্যাক অ্যালেক্সান্ডার হাসটন

(1982-12-07) ৭ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪১)
কিংস লিন, নরফোলক, ইংল্যান্ড, যুক্তরাজ্য[১]
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৪-বর্তমান
সঙ্গীশানান ক্লিক (২০১১-বর্তমান)
সন্তান
পিতা-মাতাওল্টার এন্থনি “টনি” হাসটন
লেডি মারগোট লাভিনিয়া কল্মন্ডেলি
আত্মীয়জন হাসটন (দাদা)
হিউজ কল্মন্ডেলি (নানা)
ওল্টার হাসটন (প্র-পিতা)

প্রাথমিক জীবন এবং পূর্বপুরুষ সম্পাদনা

হিউস্টন যুক্তরাজ্যের নরফোলকের কিং’স লিনে জন্মগ্রহণ করেন। তার মাতা লেডি মারগোরেট লাভিনিয়া এবং পিতা অভিনেতা, লেখক ও সহকারী পরিচালক টনি হিউস্টন[২] হাসটন ছয় বছর বয়সে বিদ্যালয়ের নাটক পিটার প্যান এ মুখ্য চরিত্রে অভিনয়ের পর সিদ্ধান্ত নেন অভিনেতা হওয়ার।[৩] পরবর্তীকালে তিনি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান “হার্টউড হাউজ” এ অংশগ্রহণ করে।[৪] তার মা একজন ইংরেজ এবং বাবা আমেরিকান। তার ফুফু অভিনেত্রী অ্যাঞ্জেলিকা হিউস্টন এবং চাচা অভিনেতা ড্যানি হিউস্টন[৫] তার দাদা মার্কিন চলচ্চিত্র পরিচালক জন হিউস্টন এবং দাদি মডেল এনরিকা সোমা।[২] তার পিতার দিক থেকে সে ইতালীয়, আইরিশ, স্কটিশ, ও ইংরেজ বংশদ্ভূত এবং কানাডিয়ান অভিনেতা ওয়াল্টার হিউস্টন তার প্র-পিতা।[৬][৭] হিউস্টনের নানা হচ্ছেন জিওরেজ কল্মন্ডেলি (কল্মন্ডেলি এর ৫ম মার্কাস), হিউস্টন যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপুল এর বংশধর।[৮][৯]

পেশাজীবন সম্পাদনা

হিউস্টন তার চলচ্চিত্র জীবন শুরু করে "স্পারতাকস"(২০০৪) ছবির মাধ্যমে যেখানে সে ফ্লাভিয়াস চরিত্রে অভিনয় করে। এরপর সে সামনের দিকে এগুতে থাকে “ফ্যাক্টরি গার্ল”, “গেরার্ড মালাঙ্গা”, “সর্মস”, “আউটল্যান্ডার”, এবং “স্রিংক” ইত্যাদি ছবিতে অভিনয় করে। ২০১০ সালে সে “দা টুলাইট সাগাঃ এক্লিপ্স” ছবিতে ক্ষুদ্র ভূমিকায় রইস কিং চরিত্রে অভিনয় করে। সে এইচবিও এর ব্রডওয়াক এম্পায়ার এ রিচার্ড হারো চরিত্রে অভিনয় করে।[১০] এরপর সে আল পাচিনো এর পরিচালিত ছবি ওয়াইল্ড স্যালুন(২০১১) তে অভিনয় করে।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

 
২০১৩ বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এ জ্যাক হাটসন

হিউস্টন মার্কিন মডেল শানান ক্লিকের সাথে ডেটিং করতে শুরু করেন ২০১১ সালে।[১১] তাদের একটি মেয়ে রয়েছে সেইজ লাভিনিয়া হিউস্টন যে ২০১৩ সালের এপ্রিলে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করে [১২] এবং একটি ছেলে সাইপ্রেস নাইট হিউস্টন যে ২০১৬ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করে।[১৩]

চলচ্চিত্রসমূহ সম্পাদনা

ছায়াছবি সম্পাদনা

  • স্পারতাকস (২০০৪)
  • নেইবার ওয়াচ (২০০৫)
  • ফ্যাক্টরি গার্ল (২০০৬)
  • সর্মস (২০০৭)
  • মিস অস্টিন রেজিস (২০০৮)
  • দা গার্ডেন অব ইডেন (২০০৮)
  • আউটল্যান্ডার (২০০৮)
  • বুগি উগি (২০০৯)
  • স্রিংক (২০০৯)
  • দা টুলাইট সাগাঃ এক্লিপ্স (২০১০)
  • মিঃ নাইস (২০১০)
  • দা হট পটাটো (২০১১)
  • ওয়াইল্ডে সালম (২০১১)
  • টু জ্যাকস (২০১২)
  • নট ফেইড এওয়ে (২০১২)
  • কিল ইউর ডার্লিং (২০১৩)
  • নাইট ট্রেইন টু লিসবন (২০১৩)
  • আমেরিকান হাসল (২০১৩)
  • পস্তোমাস (২০১৪)
  • দা লংগেস্ট রাইড (২০১৫)
  • হেইল, সিজার! (২০১৬)
  • প্রাইড, প্রিজুডিস এন্ড জম্বিস (২০১৬)
  • বেন-হুর (২০১৬)
  • পাস্ট ফরোয়ার্ড (২০১৬)
  • দা ফাইনেস্ট (২০১৬)
  • দা ইয়েলো বার্ডস (২০১৭)
  • এভব সাস্পিশন (২০১৭)

টেলিভিশন সম্পাদনা

  • ইস্ট উইক (২০০৯-২০১০)
  • ব্রডওয়াক এম্পায়ার (২০১০-২০১৩)
  • প্যারাডে’স আন্ড (২০১২)
  • ট্রনঃ আপরাইজিং (২০১২)
  • দা গ্রেইট ফায়ার (২০১৪)

মঞ্চ সম্পাদনা

  • স্ট্রেঞ্জার অন এ ট্রেইন (২০১৩-২০১৪)

ভিডিও গেমস সম্পাদনা

  • স্কোয়ার্ডন (২০১৬)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Person Details for Jack Alexander Huston, "England and Wales Birth Registration Index, 1837-2008" – FamilySearch.org" 
  2. Lundy, Darryl। "p. 22396 § 223956"। The Peerage। 
  3. Jack Huston[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] at Zimbio
  4. "Welcome – Hurtwood House Performing Arts"। hurtwoodhouseperformingarts.co.uk। ২১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬ 
  5. Geoff Berkshire। "'2 Jacks' Review: Bernard Rose's Fourth Tolstoy Adaptation – Variety"Variety 
  6. http://www.imdb.com/name/nm1658935/bio
  7. Huston, John (১৯৯৪)। An Open Book। Da Capo Press। পৃষ্ঠা 9আইএসবিএন 0-306-80573-1 
  8. John Richardson। "Houghton Revisited"Vanity Fair 
  9. "Heavy Lies the Coronet on a Lord of Cinema"The New York Times। ১৪ ডিসেম্বর ১৯৯৭। 
  10. "The Crow – Will Jack Huston Fly?"Dread Central 
  11. Baby on the Way for Jack Huston and Shannan Click ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জুলাই ২০১৪ তারিখে, People, 9 October 2012
  12. Jack Huston and Shannan Click Welcome Daughter Sage Lavinia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুন ২০১৬ তারিখে, People, 8 April 2013
  13. Jack Huston and Shannan Click Welcome Son Cypress Night ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০১৮ তারিখে, People, 19 January 2016

বহিঃসংযোগ সম্পাদনা