জ্যাক বারেট

অস্ট্রেলীয় ক্রিকেটার

জন এডওয়ার্ড বারেট (ইংরেজি: Jack Barrett; জন্ম: ১৫ অক্টোবর, ১৮৬৬ - মৃত্যু: ৬ ফেব্রুয়ারি, ১৯১৬) ভিক্টোরিয়ার দক্ষিণ মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯০ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

জ্যাক বারেট
১৮৯০ সালের সংগৃহীত স্থিরচিত্রে জ্যাক বারেট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন এডওয়ার্ড বারেট
জন্ম(১৮৬৬-১০-১৫)১৫ অক্টোবর ১৮৬৬
দক্ষিণ মেলবোর্ন, ভিক্টোরিয়া
মৃত্যু৬ ফেব্রুয়ারি ১৯১৬(1916-02-06) (বয়স ৪৯)
পিক হিল, পশ্চিম অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাবোলার
সম্পর্কএডগার বারেট(ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫৫)
২১ জুলাই ১৮৯০ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১১ আগস্ট ১৮৯০ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫০
রানের সংখ্যা ৮০ ২০৩৯
ব্যাটিং গড় ২৬.৬৬ ২৫.৮১
১০০/৫০ ০/১ ০/১৩
সর্বোচ্চ রান ৬৭* ৯৭
বল করেছে ৯৬৫
উইকেট ২১
বোলিং গড় ১৬.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৪৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ১৬/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জানুয়ারি ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছিলেন জ্যাক বারেট

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। ২১ জুলাই, ১৮৯০ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে জ্যাক বারেটের।[১] অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে জ্যাক বারেট ব্যাটিং করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত অবস্থায় মাঠে ছাড়েন।[২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ক্রিকেটে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি জ্যাক বারেট শীর্ষস্থানীয় অস্ট্রেলীয় রুলস ফুটবলার ছিলেন। ১৮৮০-এর দশকের শেষদিক থেকে ১৮৯০-এর দশকের শুরুরদিক পর্যন্ত সাউথ মেলবোর্ন ফুটবল ক্লাবের পক্ষে খেলেছেন। তন্মধ্যে, ১৮৮৯ সালে ৪০ গোল করে ভিক্টোরিয়ান ফুটবল অ্যাসোসিয়শনে শীর্ষস্থান দখল করেন।[৩]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জ্যাক বারেট। ৬ ফেব্রুয়ারি, ১৯১৬ তারিখে পশ্চিম অস্ট্রেলিয়ার পিক হিল এলাকায় জ্যাক বারেটের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Jack Pollard, Australian Cricket: The Game and the Players, Hodder & Stoughton, Sydney, 1982, p. 100.
  2. "Hughes' familiar problem, and Steyn's wickets"Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৪ 
  3. Atkinson, p. 180.

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা