জেসন বেটম্যান

মার্কিন অভিনেতা

জেসন কেন্ট বেটম্যান (জন্ম ১৪ জানুয়ারি ১৯৬৯)[১] হলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।[২] তিনি ১৯৮০-এর দশকের শুরুতে টেলিভিশনে লিটল হাউজ অন দ্য প্রেইরি,[৩] স্পুন্স, ও দ্য হোগান ফ্যামিলি ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০০০-এর দশকে তিনি সিটকম অ্যারেস্টেড ডেভলপমেন্ট-এ মাইকেল ব্লুথ চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন এবং এই কাজের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি স্যাটেলাইট পুরস্কার অর্জন করেন।[৪] তিনি টিন উল্‌ফ টু (১৯৮৭), দ্য ব্রেক-আপ (২০০৬), জুনো (২০০৭), হ্যানকক (২০০৮), আপ ইন দি এয়ার, কাপলস রিট্রিট, এগ্‌জ্যাক্ট (২০০৯), দ্য সুইচ (২০১০), হরিবল বসেস (২০১১) ও এর অনুবর্তী পর্ব হরিবল বসেস টু (২০১৪), দ্য গিফট (২০১৫), অফিস ক্রিসমাস পার্টি, জুটোপিয়া (২০১৬) ও গেম নাইট (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করেন।

জেসন বেটম্যান
Jason Bateman
২০১১ সালে বেটম্যান
জন্ম
জেসন কেন্ট বেটম্যান

(1969-01-14) ১৪ জানুয়ারি ১৯৬৯ (বয়স ৫৫)
পেশা
  • অভিনেতা
  • পরিচালক
  • প্রযোজক
কর্মজীবন১৯৮১-বর্তমান
দাম্পত্য সঙ্গীঅ্যামান্ডা অ্যাঙ্কা (বি. ২০০১)
সন্তান
পিতা-মাতা
আত্মীয়জাস্টিন বেটম্যান (বোন)
পল অ্যাঙ্কা (শ্বশুর)

বেটম্যান ব্ল্যাক কমেডি ধারার ব্যাড ওয়ার্ডস (২০১৩) চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এতে অভিনয়ও করেন। এরপর তিনি দ্য ফ্যামিলি ফ্যাং (২০১৫) ও নেটফ্লিক্সের অপরাধমূলক নাট্যধর্মী ধারাবাহিক ওজার্ক (২০১৭-বর্তমান) পরিচালনা করেন এবং এইগুলোতে অভিনয় করেন। ওজার্ক-এর তিনি ২০১৯ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পরিচালনা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার এবং এতে অভিনয়ের জন্য একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বেটম্যান ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি নিউ ইয়র্কের রাই শহরে জন্মগ্রহণ করেন।[১] তার যখন ৪ বছর বয়স তখন তার পরিবার উটাহের সল্ট লেক সিটিতে চলে যায় এবং পরে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরিত হয়।[৫] তার পিতা কেন্ট বেটম্যান একজন অভিনেতা, লেখক ও পরিচালক এবং হলিউডে রিপার্টরি মঞ্চের প্রতিষ্ঠাতা।[৫][৬][৭] তার মাতা ভিক্টোরিয়া এলিজাবেথ ছিলেন প্যান অ্যামের ফ্লাইট অ্যাটেনড্যান্ট, তার জন্ম যুক্তরাজ্যের শ্রুবারিতে।[৮] তার বোন জাস্টিন বেটম্যান একজন অভিনেত্রী।[৯] তার আরও তিনজন সৎ ভাই রয়েছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jason Bateman: Actor, Film Actor, Television Actor (1969–)"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই নেটওয়ার্কস। ২৪ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  2. 1সিরোটা, পেগি; ভন, ব্রেন্ডান (মার্চ ২১, ২০১৩)। "Jason Bateman Cover Story - GQ April 2013"জিকিউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  3. ফ্রিম্যান, হ্যাডলি (অক্টোবর ৯, ২০১৪)। "Jason Bateman: 'My dirty secret? Playing the straight man. Because he gets to be in every scene'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। লন্ডন। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  4. স্মিথ, প্যাট্রিক (মে ২২, ২০১৩)। "Jason Bateman interview: 'Arrested Development gave me a new life'"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  5. ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও (৭ সেপ্টেম্বর ২০০৯)-এ উল্লেখ করেন।
  6. "Jason Bateman Biography"Yahoo! Movies 
  7. ব্ল্যাকওয়েল, আর্ল (১৯৯০)। Earl Blackwell's celebrity register। টাইমস পাবলিশিং গ্রুপ। পৃষ্ঠা ২৭। 
  8. রোজ, স্টিভ (জুলাই ১৬, ২০১১)। "Jason Bateman: 'I've got a great deal of dirt on Jennifer Aniston'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  9. "Jason Bateman: I'm Not a Great Son"ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। মে ১৯, ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা