জেসন ডেনায়ের

বেলজীয় ফুটবলার

জেসন গ্রেগরি মারিয়ানে ডেনায়ের (ইংরেজি: Jason Denayer; জন্ম: ২৮ জুন ১৯৯৫; জেসন ডেনায়ের নামে সুপরিচিত) হলেন বেলজিয়ামের জেতে-এ জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[২] তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এ লিওঁ এবং বেলজিয়াম জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন সেন্টার-ব্যাক অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

জেসন ডেনায়ের
২০১৯ সালে বেলজিয়ামের হয়ে ডেনায়ের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেসন গ্রেগরি মারিয়ানে ডেনায়ের[১]
জন্ম (1995-06-28) ২৮ জুন ১৯৯৫ (বয়স ২৮)
জন্ম স্থান জেতে, বেলজিয়াম
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার-ব্যাক
রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিওঁ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৩–২০০৬ গানশোরেন
২০০৬–২০০৮ আন্ডারলেখট
২০০৮–২০১৩ জেএমজি একাডেমি
২০১৩–২০১৪ ম্যানচেস্টার সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৮ ম্যানচেস্টার সিটি (০)
২০১৪–২০১৫সেল্টিক (ধার) ২৯ (৫)
২০১৫–২০১৬গালাতাসারায় (ধার) ১৭ (০)
২০১৬–২০১৭সান্ডারল্যান্ড (ধার) ২৪ (০)
২০১৭–২০১৮গালাতাসারায় (ধার) ২২ (০)
২০১৮– লিওঁ ৫৬ (২)
জাতীয় দল
২০১৩–২০১৪ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ (০)
২০১৪–২০১৬ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (১)
২০১৫– বেলজিয়াম ১৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৮, ১৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৮, ১৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৩–০৪ মৌসুমে, মাত্র ৮ বছর বয়সে, বেলজীয় ফুটবল ক্লাব গানশোরেনের হয়ে খেলার মাধ্যমে ডেনায়ের তার যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন; অতঃপর তিনি আন্ডারলেখট, জেএমজি একাডেমি এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৪–১৫ মৌসুমে, ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটির জ্যেষ্ঠ পর্যায়ের দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, কিন্তু উক্ত দলের হয়ে তিনি একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি। একই মৌসুমে তিনি স্কটিশ ক্লাব সেল্টিকে ধারে যোগদান করেন, যেখানে তিনি মাত্র একটি মৌসুম অতিবাহিত করেছেন; এই দলের হয়ে তিনি ২৯ ম্যাচে ৫টি গোল করেছেন। অতঃপর তিনি তুর্কি ক্লাব গালাতাসারায় এবং ইংরেজ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে ধারে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি ৬.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ফুটবল ক্লাব লিওঁ-এ যোগদান করেছেন।[৩][৪]

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, ডেনায়ের এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে দুটি হচ্ছে সেল্টিকের হয়ে এবং দুটি হচ্ছে গালাতাসারায়ের হয়ে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Denayer: Jason Grégory Marianne Denayer"। BDFutbol। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  2. "সোফাস্কোরে ডেনায়ের"। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 
  3. "৬.৫০ মিলিয়নে লিওঁ-এ যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 
  4. "লিওঁ-এ যোগদান"উয়েফা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা