জেমস রোলিন্স

মার্কিন লেখক

জেমস রোলিন্স (ইংরেজি: James Rollins; জন্ম: ২০ আগস্ট ১৯৬১) হলেন একজন মার্কিন থ্রিলার, মারপিটধর্মী রোমাঞ্চকর ও রহস্যোপন্যাস লেখক। গুহাভ্রমণ ও স্কুবা ডাইভিঙে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তার অনেক উপন্যাসের গুহা ও জলের নিচের দৃশ্যপট এসেছে বারবার। জেমস ক্লেমেন্স ছদ্মনামেও তার কিছু ফ্যান্টাসি উপন্যাস প্রকাশিত হয়েছে, তন্মধ্যে রয়েছে উইচ ফায়ার, উইচ স্টর্ম, উইচ ওয়ার, উইচ গেট, উইচ স্টার, শ্যাডোফল (২০০৫) ও হিন্টারল্যান্ড (২০০৬)।

জিম চেকোস্কি
স্প্রিংফিল্ড, নিউজিল্যান্ডে জেমস রোলিন্স (২০০৮)
স্প্রিংফিল্ড, নিউজিল্যান্ডে জেমস রোলিন্স (২০০৮)
জন্মজেমস পল চ্যাকস্কি[১]
(1961-08-20) ২০ আগস্ট ১৯৬১ (বয়স ৬২)
শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র[১]
পেশাপশুচিকিৎসক, সাংবাদিক, ঔপন্যাসিক
জাতীয়তাআমেরিকান
শিক্ষাডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডি. ভি. এম.)[১]
শিক্ষা প্রতিষ্ঠানমিসৌরি বিশ্ববিদ্যালয় (১৯৮৫)[১]
ধরনএকশন-এডভেঞ্চার, থ্রিলার, ফ্যান্টাসি, রহস্য, টেকনো-থ্রিলার
ওয়েবসাইট
www.jamesrollins.com
www.jamesclemens.com

 সাহিত্য প্রবেশদ্বার

জীবনী সম্পাদনা

রোলিন্সের জন্ম শিকাগোতে।[১] তার পিতা লিবির ক্যানিং প্ল্যান্টে কাজ করতেন এবং তার মা ছিলেন সাত সন্তানের মা ও একজন গৃহিনী।[২]

তার পাঠ শুরু হয় পার্কওয়ে সাউথ জুনিয়র হাই স্কুলে[২] এবং তিনি তারপর পার্কওয়ে ওয়েস্ট হাই স্কুল থেকে ১৯৭৯ সালে গ্র্যাজুয়েট করেন। তার আন্ডারগ্র্যাজুয়েট ওয়ার্ক ছিলো বিবর্তনবাদী জীববিজ্ঞানের উপরে। তিনি ডক্টরেট ইন ভেটেনারি মেডিসিনের সাথে মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন ১৯৮৫ সালে। তারপরই তিনি স্যাক্রেমেন্টো, ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরিত হন, যেখানে তিনি তার ভ্যাটেনারি অনুশীলন শুরু করেন। [১]

আগস্ট ২০১২ সালে, এক সাক্ষাতকারে তিনি জানান,

২০ বছর ধরে আমার পেচেক আসছিলো আমার ভেটেনারি ডিগ্রি থেকে এবং লেখালেখি ছিলো আমার শখের বিষয়। আমি ভাবলাম, বিষয়টি উল্টিয়ে দিলেতো ভালোই হবে দেখছি। ভেটেনারি মেডিসিন তুলনামূলক অনেক বেশি কঠিন। ১৪-১৮ ঘণ্টা কাজ একদিনে। আমি কোন ছুটি পেতাম না, লিখতাম দুপুরের খাওয়ারের সময়ে। এখন আমি যখন ইচ্ছে তখনই লিখতে পারি।

পুস্তক বিবরণী সম্পাদনা

জেমস রোলিন্স নামে সম্পাদনা

একক উপন্যাস সম্পাদনা

  • সাবটেরেনিয়ান (Subterranean, ১৯৯৯)
  • এক্সক্যাভেশন (Excavation, ২০০০)
  • ডিপ ফ্যাদম (Deep Fathom, ২০০১)
  • আমাজনিয়া (Amazonia, ২০০২)
  • আইস হান্ট (Ice Hunt, ২০০৩)
  • ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল (Indiana Jones and the Kingdom of the Crystal Skull, ২০০৮)
  • অল্টার অফ ইডেন (Altar of Eden, ২০০৯)

সিগমা ফোর্স সিরিজ সম্পাদনা

1. স্যান্ডস্টর্ম (Sandstorm, ২০০৪)
2. Map of Bones (2005)
3. Black Order (2006)
3.5 Kowalski's in Love (2006)
4. The Judas Strain (2007)
5. The Last Oracle (2008)
6. The Doomsday Key (2009)
6.5 The Skeleton Key (2011) [ইবুক শর্ট]
7. The Devil Colony (2011)
7.5 Tracker (2012) [ইবুক শর্ট]
8. Bloodline (2012)
9. The Eye of God (2013)
9.5 The Devil Bones (2014) (স্টিব ব্যারির সাথে)
10. The 6th Extinction (2014)
10.5 The Midnight Watch (2015) [ইবুক শর্ট]
11. The Bone Labyrinth (2015)[৩]
11.5 Crash and Burn (2016)
12. The Seventh Plague (2016)
12.5 Ghost Ship (2017)
13. The Demon Crown (2017)

দ্য অর্ডার অব সেঙ্গুইন ট্রিলজি (রেবেকার সাথে) সম্পাদনা

0.5 City of Screams [e-book short] (2012)
1. The Blood Gospel (2013)
1.5 Blood Brothers [e-book short] (2013)
2. Innocent Blood (2013)
3. Blood Infernal (2015)

টাকার ওয়েন সিরিজ (গ্র্যান্ট ব্ল্যাকউডের সাথে) সম্পাদনা

  1. দ্য কিল সুইচ (The Kill Switch, ২০১৪)[৪]
  2. War Hawk (January, 2016)[৫]

কিডস এন্ড এডাল্ট সিরিজ সম্পাদনা

  1. Jake Ransom and the Skull King's Shadow (2009)
  2. Jake Ransom and the Howling Sphinx (2011)

সংকলন সম্পাদনা

  • থ্রিলার (2006)
    • Kowalski’s In Love
  • 'ওয়ারিয়র্স (2010)
    • The Pit
  • থ্রিলারস হান্ড্রেড মাস্ট রিড (2010)
    • Please add name of story here

জেমস ক্লেমেন্স নামে সম্পাদনা

দ্য ব্যান্ড এন্ড দ্য ব্যানিশড সিরিজ সম্পাদনা

  1. Wit'ch Fire (1998)
  2. Wit'ch Storm (1999)
  3. Wit'ch War (2000)
  4. Wit'ch Gate (2001)
  5. Wit'ch Star (2002)

দ্য গডস্লেয়ার সিরিজ সম্পাদনা

  1. শেডোফল (2005)
  2. হিন্টারল্যান্ড (2006)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Licensee entry: James Paul Czajkowski"California Veterinary Medical Board 
  2. Cooperman, Jeannette (আগস্ট ১৬, ২০১২)। "Thriller: A Q&A with Author James Rollins"SLM 
  3. Rollins, James (জুলাই ২, ২০১৫)। The Bone Labyrinth। William Morrow। আইএসবিএন 9780062381637 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Rollins, James নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ReferenceA নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ সম্পাদনা