জেবউন্নিসা (ফার্সি : زیب النساء مخفی‎‎)[১] (১৫ ফেব্রুয়ারি ১৬৩৮ – ২৬ মে ১৭০২)[২]ছিলেন একজন মোঘল রাজকুমারী ও সম্রাট আওরঙ্গজেব এবং তার প্রথম ও প্রধান স্ত্রী দিলরস বানু বেগমের জ্যেষ্ট সন্তান।তিনি আলিমা, ফাজিলা, আরিফা ও ফার্সি ভাষার কবি এবং তিনি তিন বছরে পবিত্র কোরআন মুখস্থ করেন।তিনি আরবি,ফার্সি ও উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। তিনি দর্শন ও সাহিত্যেও প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন।তিনি একজন পণ্ডিত, সাহিত্য প্রেমী ও কবি। আর এই কারণেই তাঁর নামে বহু বই, পত্রিকা ও দিওয়ান লেখা হয়েছে। তাঁর বাবা সব বিষয়ে তার সাথে পরামর্শ করতেন।তিনি অবিবাহিত অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান।তাঁর গ্রন্থের মধ্যে উল্লেখ যোগ্য হলো-জাইব আল-তাফসীর ও জাইব আল-মানশাত গ্রন্থ।[৩]

জেবউন্নিসা
মোঘল সাম্রাজ্যের শাহজাদী
শাহজাদী জেবউন্নিসা
জন্ম১৫ ফেব্রুয়ারি ১৬৩৮
দৌলতবাদ, মোঘল সাম্রাজ্য
মৃত্যু২৬ মে ১৭০২(1702-05-26) (বয়স ৬৪)
দিল্লী, মোঘল সাম্রাজ্য
সমাধি
রাজবংশতৈমুর বংশ
পিতাআওরঙ্গজেব
মাতাদিলরস বানু বেগম
ধর্মইসলাম

তথ্যসূত্র সম্পাদনা

  1. Also romanized as Zebunnisa, Zebunniso, Zebunnissa, Zebunisa, Zeb al-Nissa. زیب Zēb means "beauty" or "ornament" in Persian and نساء Nissa means "women" in Arabic, Zebunnisa means "most beautiful of all women"
  2. Sir Jadunath Sarkar (১৯৭৯)। A short history of Aurangzib, 1618–1707। Orient Longman। পৃষ্ঠা 14। 
  3. https://ur.m.wikipedia.org/wiki/%D8%B2%DB%8C%D8%A8_%D8%A7%D9%84%D9%86%D8%B3%D8%A7%D8%A1