জেনিফার অ্যানিস্টন

আমেরিকান অভিনেত্রী, চিত্র পরিচালক, প্রযোজক এবং ব্যবসায়িক

জেনিফার জোয়ানা অ্যানিস্টন (ইংরেজি: Jennifer Joanna Aniston; জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৬৯) একজন মার্কিন অভিনেত্রী, চিত্র পরিচালক, প্রযোজক এবং ব্যবসায়িক।[৩] তিনি আমেরিকার বিখ্যাত টিভি ধারাবাহিকে ফ্রেন্ডস এর জনপ্রিয় র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয় করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। ফ্রেন্ডস টিভি ধারাবাহিকে তার চরিত্রের নৈপুন্যের কারণে এই চরিত্রটির জন্য তিনি একবার করে এমি, গোল্ডেন গ্লোবস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। তাছাড়া মেন্‌স হেলথ ম্যাগাজিন তাকে সর্বকালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী হিসেবে ভোট করে।

জেনিফার অ্যানিস্টন
২০১২ সালে জেনিফার অ্যানিস্টন
জন্ম
জেনিফার জোয়ানা অ্যানিস্টন[১]

(1969-02-11) ফেব্রুয়ারি ১১, ১৯৬৯ (বয়স ৫৫)
পেশাঅভিনেত্রী, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী
কর্মজীবন১৯৮৯–বর্তমান
দাম্পত্য সঙ্গী
পিতা-মাতাজন অ্যানিস্টন (বাবা)
ন্যান্সি ডো (মা)

তিনি হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই হাস্য-রসাত্মক বা কমেডি চলচ্চিত্র। তার এসকল চলচ্চিত্রের মধ্যে আছে ব্রুস অলমাইটি, অফিস স্পেস, রিউমার হ্যাজ ইট। এছাড়া রোমান্টিক-কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছেঅ্যালং কেম পলি এবং দ্যা ব্রেক-আপ। এছাড়া কমেডি-হরর চলচ্চিত্রেও তাকে দেখা গেছে, যেমন: লেপ্রিকন এবং অপরাধ-থ্রিলার ডিরেইল্‌ড-এ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Transcripts"। CNN.com। 
  2. Silverman, Stephen M. (মার্চ ২৫, ২০০৫)। "Jennifer Files for Divorce from Brad"People। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০০৮ 
  3. Jennifer Aniston interview

বহিঃসংযোগ সম্পাদনা