জুসেপ্পে ভের্দি

ইতালীয় সঙ্গীত রচয়িতা

জুসেপ্পে ফোর্তুনিনো ফ্রানচেসকো ভের্দি (ইতালীয়: Giuseppe Fortunino Francesco Verdi) (লে রংকোলে, বুস্‌সেতো, হয় ৯ই অক্টোবর অথবা ১০ই অক্টোবর, ১৮১৩ – মিলান, ২৭শে জানুয়ারি, ১৯০১) একজন ইতালীয় সুরকার। তিনি মূলত অপেরার জন্য সুর করতেন। তিনি ১৯শ শতকের ইতালীয় অপেরার সবচেয়ে প্রভাবশালী সুরকার। তার কাজ আজও, প্রায় দেড় শতাব্দী পরেও, সারা বিশ্বের অপেরা মঞ্চগুলোতে প্রায়ই মূল সঙ্গীত হিসেবে পরিবেশন করা হয়।

জুসেপ্পে ভের্দি, জোভান্নি বোলদিনি-র আঁকা, ১৮৮৬ (National Gallery of Modern Art, Rome)