জুয়াঁউ গুলার

ব্রাজিলের ২৪তম রাষ্ট্রপতি (১৯৬১-১৯৬৪)

জুয়াঁউ বেলকিয়র মার্কিস গুলার (পর্তুগিজ: João Belchior Marques Goulart; আ-ধ্ব-ব: : [ʒuˈɐ̃w bew.kiˈɔɾ ˈmarkis ɡuˈlaɾ] ; মার্চ ১, ১৯১৮ - ডিসেম্বর ৬, ১৯৭৬) একজন ব্রাজিলীয় রাজনীতিবিদ ও দেশটির ২৪তম রাষ্ট্রপতি ছিলেন। লুইজ ইনাসিউ লুলা দা সিলভা ২০০৩ সালে পদলাভ করার আগ পর্যন্ত তিনি ব্রাজিলের সর্বশেষ বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হন।

জুয়াঁউ গুলার
২৪তম ব্রাজিলের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
৮ সেপ্টেম্বর ১৯৬১ – ১ এপ্রিল ১৯৬৪
প্রধানমন্ত্রীতাঙ্ক্রেদো নেভেস (১৯৬১–৬২)
ব্রোচোডো দ্য রচা (১৯৬২)
হার্মিসের লিমা (১৯৬২–৬৩)
উপরাষ্ট্রপতিনা
পূর্বসূরীরণিরি মাজিলি
উত্তরসূরীরণিরি মাজিলি
14 তম ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
31 জানুয়ারী 1956 – 25 অগাস্ট 1961
রাষ্ট্রপতিজুসিলিনো কুবিসচেক (1956–61)
জিনিও কোয়াড্রোস (1961)
পূর্বসূরীক্যাফ ফিলহো
উত্তরসূরীহোসে মারিয়া আলকিন
শ্রম, শিল্প ও বাণিজ্য মন্ত্রী
কাজের মেয়াদ
18 জুন 1953 – 23 ফেব্রুয়ারি 1954
রাষ্ট্রপতিজেতুলিউ ভার্গাস
পূর্বসূরীজোসে ডি সেগাদাস ভায়ানা
উত্তরসূরীহুগো ডে আরাজো ফারিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্মজাও বেলচিয়র মারকস গোলাল্ট
(১৯১৮-০৩-০১)১ মার্চ ১৯১৮
সাও বোরজা, রিও গ্র্যান্ডে ডো সুল, ব্রাজিল
মৃত্যুডিসেম্বর ৬, ১৯৭৬(1976-12-06) (বয়স ৫৮)
মার্সেডিজ, কোরিয়ান্টেস, আর্জিণ্টিনা
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক (Official)[২]
Poisoning (Theorized)[৩]
সমাধিস্থলকমেটিরিয়া জর্ডিম দা পাজ
সাও বোরজা, রিও গ্রান্ডে ডো সুল, ব্রাজিল[১]
রাজনৈতিক দলPTB (1946–66)
দাম্পত্য সঙ্গীমারিয়া টেরেসা ফেন্টেলা (বি. ১৯৫৫; তার মৃত্যু ১৯৭৬)
সন্তানজোয়াও ভিসেন্টে গোলাল্ট (b. 1956)
ড্যানিস গোলাল্ট (b. 1957)
পিতামাতাভিসেন্টে রদ্রিগেস গোলাল্ট
ভিসেন্টিনা মারকস গোয়ালার্ট
স্বাক্ষর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Atrações Turísticas"। Prefeitura de São Borja। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮ 
  2. "Jango teve morte natural, mas envenenamento não está descartado" (পর্তুগিজ ভাষায়)। O Dia। ১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  3. "Goulart foi morto a pedido do Brasil, diz ex-agente uruguaio" (পর্তুগিজ ভাষায়)। Folha de S. Paulo। ২৭ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮