জুছে টাওয়ার

স্থাপত্য কাঠামো

জুছে টাওয়ার (ইংরেজি: Juche Tower) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং শহরের অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। কিম ইল-সাং প্রবর্তিত জুছে তত্ত্বের নাম অনুসারে টাওয়ারটির নামকরণ করা হয়েছে। টাওয়ারটি ১৯৮২ সালে নির্মাণ সম্পন্ন হয় এবং এটি কিম ইল-সাং স্কয়ারের ঠিক উলটো দিকের ত্যাডং নদীর অপর কূলে অবস্থিত। টাওয়ারটি কিম ইল-সাং এর ৭০ তম জন্মবার্ষিকীতে তার স্মারক হিসেবে তৈরি করা হয়।[১] কিম জং-ইল টাওয়ারটি সরকারীভাবে মূল নকশা অনুযায়ী তৈরি করেছেন দাবি করলেও উত্তর কোরিয়ার সাবেক সরকারি কর্মকর্তারা তা অসত্য বলেছে।[২]

জুছে টাওয়ার

গ্যালারী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Coonan, Clifford (অক্টোবর ২১, ২০০৬)। "Kim Jong Il, the tyrant with a passion for wine, women and the bomb"The Independent। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৮ 
  2. Martin, Bradly K. (২০০৪)। Under The Loving Care of The Fatherly Leader। Macmillan। পৃষ্ঠা 626আইএসবিএন 0312322216