জিয়াউর রহমান (দাবাড়ু)

বাংলাদেশী দাবাড়ু

জিয়াউর রহমান (জন্ম ১৯৭৪) একজন গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু। তিনি বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন (২৫৭০, অক্টোবর ২০০৫)।

জিয়াউর রহমান
দেশবাংলাদেশ
জন্ম১৯৭৪ (বয়স ৪৯–৫০)
খেতাবগ্র্যান্ডমাস্টার (২০০২)
ফিদে রেটিং2470 (মার্চ ২০২৪)
সর্বোচ্চ রেটিং২৫৭০ (অক্টোবর ২০০৫)
র‌্যাঙ্কিং১০৭৯ (নভেম্বর ২০১৩)

প্রারম্ভিক জীবন ও কর্মজীবন সম্পাদনা

জিয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন।

বহিঃসংযোগ সম্পাদনা