জিদ্দি (১৯৪৮-এর চলচ্চিত্র)

জিদ্দি (হিন্দি: ज़िद्दी, "জেদী") শহীদ লতিফ পরিচালিত ১৯৪৮ সালের একটি হিন্দি চলচ্চিত্র। এটি ইসমাত চুঘতাই রচিত একটি গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। দেব আনন্দ প্রধান নায়ক হিসাবে এই চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। ছবিটি হিন্দি ছবিতে দেব আনন্দ, কামিনী দক্ষপ্রাণকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল। নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর ১৯৪৮ সালের এই চলচ্চিত্রের মাধ্যমে একসাথে তাদের প্রথম দ্বৈত সংগীত রেকর্ড করেছিলেন, তারা "ইয়ে কাউন আয় রে" গানে কণ্ঠ দিয়েছিলেন।[১]

জিদ্দি
পরিচালকশহীদ লতিফ
প্রযোজকবম্বে টকিজ
রচয়িতাইসমত চুঘতাই
শ্রেষ্ঠাংশেদেব আনন্দ
কামিনী কৌশল
সুরকারখেমচাঁদ প্রকাশ
চিত্রগ্রাহকজোসেফ উইরশিং
মুক্তি১ আগস্ট ১৯৪৮
দেশভারত
ভাষাহিন্দি

কুশিলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

জিদ্দী
খেমচাঁদ প্রকাশ
কর্তৃক গান
মুক্তির তারিখ১৯৪৮
ঘরানাচলচ্চিত্রের গান
ভারতীয় শাস্ত্রীয় সংঙ্গীত

ছবিটির সংগীত পরিচালনা করেছেন খেমচাঁদ প্রকাশ। চলচ্চিত্রের প্রথম গানটি নেপথ্য সঙ্গীতশিল্পী কিশোর কুমারের গাওয়া, "মারে কি দুয়েন কিওন ম্যাঙ্গু" নামের গানটি চলচ্চিত্রে দেব আনন্দকে এককভাবে চিত্রায়ন করতে রেকর্ড করা হয়। এই ছবিতে লতা মঙ্গেশকরের একক গান, "চানদা রে জা রে রে রে, পিয়া সে সন্দেশ মোরা কাহিয়ো জা", কামিনী দক্ষকে চিত্রিত করতে রেকর্ড করা হয়।

নং গান শিল্পী চিত্রিত করে সংগীত পরিচালক গীতিকার দৈর্ঘ্য
"চানদা রে জা রে রে রে, পিয়া কো সন্দেশ মেরা কহিও যা" লতা মঙ্গেশকর কামিনী কুশল খেমচাঁদ প্রকাশ প্রেম ধাওয়ান ৩:০৯
"জিন্দেগি কা আশরা সমঝে" লতা মঙ্গেশকর দেব আনন্দ খেমচাঁদ প্রকাশ রাজা মেহেদী আলী খান ৩:২১
"আব কাউন সাহারা হ্যায়, জব তেরা সাহারা ছুত গয়া" লতা মঙ্গেশকর কামিনী কুশল খেমচাঁদ প্রকাশ প্রেম ধাওয়ান ৩:১৮
"যাদু কর গিয়ে কিসিকে নায়না" লতা মঙ্গেশকর দেব আনন্দ ও কামিনী দক্ষ খেমচাঁদ প্রকাশ প্রেম ধাওয়ান ২:৪৫
"ইয়ে কাউন আয়া রে" লতা মঙ্গেশকর, কিশোর কুমার দেব আনন্দ খেমচাঁদ প্রকাশ নকশ জারভভি ৩:২৮
"মারানে কি দুয়েন কিওন মাংগুন" কিশোর কুমার দেব আনন্দ খেমচাঁদ প্রকাশ প্রফেসর জাজবি ৩:২৩
"রুথ গেই মোর শ্যামাম সখি রি" লতা মঙ্গেশকর দেব আনন্দ ও কামিনী দক্ষ খেমচাঁদ প্রকাশ প্রেম ধাওয়ান ৩:১৮
"এক বাত কহু তোমসে" শামশাদ বেগম দেব আনন্দ খেমচাঁদ প্রকাশ নকশ জারভভি ৩:২৯
"চলি পাই কো মিলান বান থান কে" শামশাদ বেগম দেব আনন্দ খেমচাঁদ প্রকাশ প্রেম ধাওয়ান ৩:১৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Lata, Dev Anand recall Kishore Kumar on his birth anniversary"। Realbollywood.com। ২০১১-০৮-০৪। ২৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা