জিতেন্দ্র নারায়ণ

ভারতীয় ক্রিকেটার

মহারাজা শ্রী স্যার জিতেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর KCSI (২০  ডিসেম্বর ১৮৮৬ – ২০ ডিসেম্বর ১৯২২) বৃটিশ ভারতের তদানীন্তন কোচবিহার দেশীয় রাজ্যের ১৯১৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর হতে ১৯২২ খ্রিস্টাব্দের ডিসেম্বর, আমৃত্যু মহারাজা ছিলেন।  

জিতেন্দ্র নারায়ণ,
কোচবিহারের মহারাজা
২৩ তম মহারারাজা,কোচবিহার দেশীয় রাজ্য
রাজত্ব১ সেপ্টেম্বর ১৯১৩ - ২০ ডিসেম্বর ১৯২২
উত্তরসূরিজগদ্দীপেন্দ্র নারায়ণ
জন্ম(১৮৮৬-১২-২০)২০ ডিসেম্বর ১৮৮৬
কোচবিহার রাজবাড়ি, বৃটিশ ভারত
মৃত্যু২০ ডিসেম্বর ১৯২২(1922-12-20) (বয়স ৩৬)
লন্ডন,যুক্তরাজ্য [১]
দাম্পত্য সঙ্গীমহারানী ইন্দিরা রাজে (১৯১৩-১৯২২)

জন্ম ও প্রারম্ভিক জীবন সম্পাদনা

জিতেন্দ্র নারায়ণের জন্ম ১৮৮৬ খ্রিস্টাব্দের ২০শে ডিসেম্বর কোচবিহার রাজবাড়িতে। তিনি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সুনীতি দেবীর দ্বিতীয় সন্তান ছিলেন। তাদের তৃতীয় সন্তান ছিলেন ভিক্টর নীতিন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। জিতেন্দ্র নারায়ণ বরোদা রাজ্যের মহারাজা তৃতীয় সয়াজিরাও গাইকোয়াড ও মহারানি চিমনাবাঈ কন্যা ইন্দিরা রাজে'কে বিবাহ করেন। তাদের দুই পুত্র সন্তান- জগদ্দীপেন্দ্র নারায়ণ ও ইন্দ্রজিতেন্দ্র নারায়ণ এবং তিন কন্যা সন্তান - ইলা দেবী, গায়ত্রী দেবী ও মেনকা দেবী। তার প্রথম ভাগিনেয় ছিলেন চিত্তরঞ্জন এবং রূপনারায়ণপুরের রাজা জলধর বসু।

অবদান সম্পাদনা

তিনি ১৯১৬ খ্রিস্টাব্দে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি হাই স্কুল স্থাপন করেন।

ক্রিকেট সম্পাদনা

তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেন, নিজের দলের হয়ে, মোট ৩৩টি রান সংগ্রহ করেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History Book of Cooch Behar"। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Player Profile: Maharaja of Cooch Behar"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১ 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
{{{before}}}
{{{title}}} উত্তরসূরী
{{{after}}}