জাতীয় গণিত দিবস (ভারত)

শ্রীনিবাস রামানুজনের জন্মদিনকে স্মরণ করে ভারতবর্ষে উদযাপিত একটি দিবস

ভারত সরকার ২২ ডিসেম্বরকে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনীবাস রামানুজনের (২২ ডিসেম্বর ১৮৮৭- ২৬ এপ্রিল ১৯২০) ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এটি ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে সিং ঘোষণা করেছিলেন যে ২০১২ সালটি জাতীয় গণিত বছর হিসাবে পালিত হবে।[১]

রামানুজনের ছবি যুক্ত ভারতের জাতীয় স্ট্যাম্প ২০১২ সালের জাতীয় গণিত দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছিল।

সেই থেকে, প্রতি ২২ ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবসটি পালিত হয় ভারতের বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অসংখ্য শিক্ষামূলক অনুষ্ঠানের সাথে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "PM's speech at the 125th Birth Anniversary Celebrations of ramanujan at Chennai"। Prime Minister's Office, Government of India। ২৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ 
  2. C Jaishankar (২৭ ডিসেম্বর ২০১১)। "Ramanujan's birthday will be National Mathematics Day"The Hindu। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২