জলগাঁও জেলা

মহারাষ্ট্রের একটি জেলা

জলগাঁও জেলা ভারতীয় অধীরজ্যের, মহারাষ্ট্রেরর একটি জেলা। পূর্বে এই জেলার নাম পূর্ব খানদেশ জেলা ছিল। জেলাটির আয়তন ১১,৭৬৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ৩,৬৮২,৬৯০ (২০০১ আদমশুমারি) যার ৭১.৪%ই গ্রামাঞ্চলে বাস করে।[১]

জলগাঁও জেলা
जळगाव जिल्हा
মহারাষ্ট্রের জেলা
মহারাষ্ট্রে জলগাঁওয়ের অবস্থান
মহারাষ্ট্রে জলগাঁওয়ের অবস্থান
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রশাসনিক বিভাগনাশিক বিভাগ
সদরদপ্তরজলগাঁও
তহশিল১৪টি
সরকার
 • লোকসভা কেন্দ্র১. জলগাঁও, ২. রাবের (বুলধানা জেলা সহ) (নির্বাচন কমিশনেরর দাপ্তরিক তথ্যোৎস [১])
 • বিধানসভা আসন১২
আয়তন
 • মোট১১,৭৬৫ বর্গকিমি (৪,৫৪২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪২,২৪,৪৪২
 • জনঘনত্ব৩৬০/বর্গকিমি (৯৩০/বর্গমাইল)
 • পৌর এলাকা৭০%
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা85
 • লিঙ্গানুপাত933
প্রধান মহাসড়কএনএচ-৬ এনএচ-২১১
গড় বার্ষিক বৃষ্টিপাত690 মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
A remarkable apophyllite mineral specimen from Jalgaon district

জেলার উত্তরে মধ্যপ্রদেশ রাজ্য ও বুলধানা জেলাটি জলগাঁও-এর পূর্বে এবং দক্ষিণপূর্বে জালনা জেলা অবস্থিত, ঔরঙ্গাবাদ জেলা, মহারাষ্ট্র জেলা দক্ষিণে নাশিক জেলা দক্ষিণপূর্বে এবং ধুলে জেলা পশ্চিমদিকে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতীয় শুমারি মানচিত্র"। ১১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৬