জর্জ হার্বার্ট হিচিংস

নোবেল পুরষ্কার জয়ী মার্কিন ডাক্তার

জর্জ হার্বার্ট হিচিংস একজন মার্কিন ডাক্তার। তিনি ১৯৮৮ সালে জেমস হোয়াইট ব্ল্যাকগারট্রুড এলিয়নের সাথে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জর্জ হার্বার্ট হিচিংস
জন্মএপ্রিল ১৮, ১৯০৫
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ১৯৯৮(1998-02-27) (বয়স ৯২)
জাতীয়তামার্কিন
পরিচিতির কারণকেমোথেরাপি
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৮৮
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহকেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি

জীবনী সম্পাদনা

হিচিংস ১৯০৫ সালের ১৮ এপ্রিল ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে রসায়নে ১৯২৭ সালে বিএস এবং ১৯২৮ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১][২][৩]

তথ্যসূত্র সম্পাদনা