জর্জ বেথুন অ্যাডামস

জর্জ বেথুন আ্যাডামস (এপ্রিল ৩, ১৮৪৫ - অক্টোবর ৯, ১৯১১) ছিলেন মার্কিন আইনজীবী, সমুদ্র বাণিজ্য আইনে বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা জজ। তিনি  মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে  ব্যক্তিগত আইন পেশায় নিয়োজিত ছিলেন, এবং পরবর্তীতে নিউ ইয়র্কের সাউদার্ন জেলার জেলা আদালতে জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

জর্জ বেথুন অ্যাডামস
জর্জ বেথুন আ্যাডামস
নিউইয়র্কের সাউদার্ন জেলার মার্কিন যুক্তরাষ্ট্র জেলা কোর্ট এর জজ ছিলেন
কাজের মেয়াদ
আগস্ট ৩০, ১৯০১ – অক্টোবর ৯, ১৯১১
নিয়োগদাতাউইলিয়াম ম্যাকিনলি
পূর্বসূরীএ্যাডিসন ব্রাউন
উত্তরসূরীজুলিয়াস মার্সুয়েটজ মেয়ার
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৪৫-০৪-০৩)৩ এপ্রিল ১৮৪৫
ফিলাডেলফিয়া, পেন্সিল্‌ভেনিয়া
মৃত্যু৯ অক্টোবর ১৯১১(1911-10-09) (বয়স ৬৬)
হেগ, নিউ ইয়র্ক
দাম্পত্য সঙ্গীহেলেন জাঁ অ্যাডামস (বেলফোর)
প্রাক্তন শিক্ষার্থীআইনজীবী
জীবিকাএ্যাটর্নি ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা জজ

বাল্যকাল এবং কর্মজীবন সম্পাদনা

আ্যাডামস জন্ম গ্রহণ করেন ফিলাডেলফিয়ায়। ১৯৮১ সালে সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়স হওয়ার আগেই তিনি মার্কিন সেনাবাহিনীর পেনসিলভানিয়া রেজিমেন্টে তালিকাভূক্ত হন, এবং স্কুল জীবনে ফিরে আসার আগ পর্যন্ত ৩ মাস সেখানে চাকরি করেন।[১] ১৮৬৩ সালে যখন রবার্ট ই. লি'র বাহিনী পেলসিলভানিয়া আক্রমণ করে ঠিক সেই সময়ে তিনি পুনরায় সেনাবাহিনীতে যুক্ত হন এবং কোয়ার্টার মাস্টার পদে ১৮৭১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।[১][২] তারপর কিছু বছর তিনি ব্যবসা করেন। পরবর্তীতে তিনি আইন নিয়ে পড়ালেখা করেন এবং ১৮৭৮ ইং সালে ফিলাডেলফিয়ার একজন আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।[১] এরপর তিনি ব্যক্তিগতভাবে ১৮৮৩ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত নিউ ইয়র্কে জজ বেবি এবং উইলক্স এর ফার্মে সমুদ্র বিষয়ক আইনে বিশেষজ্ঞ হিসেবে আইন ব্যবসা করেন ১৮৮৪ সালে জজ বেবি এর মৃত্যুর পর, তিনি সেই ফার্মের অংশীদার হন এবং ফার্মটিকে উইলক্স, আ্যাডামস এন্ড গ্রিন হিসেবে নামকরণ করেন।[১][২] সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সমুদ্র আইন বিষয়ক মামলা দেখাশুনা করতেন।[৩] আ্যাডামস নিউইয়র্কের ইউনিয়ন লিগ ক্লাবের সেক্রেটারী হিসেবে ১৮৯৪ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন।[৪][৫][৬]

যোগদান এবং বিচারকাজ সম্পাদনা

যখন জর্জ এডিসন ব্রাউন নিউইয়র্কের সাউদার্ন জেলার মার্কিন যুক্তরাষ্ট্র জেলা কোর্ট থেকে পদত্যাগ করেন, পরবর্তীতে সমুদ্র আইনের বার সদস্যরা আ্যাডামকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য ১৯০১ সালে রাষ্টপতির কাছে একটি প্রস্তাব পেশ করেন।[২] ফলশ্রুতিতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির কাছ থেকে ১৯০১ সালের ৩০ আগস্টে ঐ পদে যোগদানের জন্য একটি যোগদানপত্র গ্রহণ করেন। ১৪ সেপ্টেম্বরে ম্যাকিনলির-এর হত্যাকান্ডের পরে আনুষ্ঠানিকভাবে ঐ আসনটি ৫ ডিসেম্বরে থিওডোর রুজভেল্ট কর্তৃক মনোনয়ন পায়। সিনেট ১৯০১ সালের ডিসেম্বরের আ্যাডামসকে নিশ্চিত করেন এবং একই দিনে তাকে তার কমিশন প্রদান করেন।

যখন নিযুক্ত হন, তখন আ্যাডামস শুধুমাত্র একজন জেলা জজ ছিলেন।[১] ফেডারাল দেউলিয়া আইনের কারণে অতিরিক্ত কাজের চাপ থাকায় তিনি দুই বছর পর অসুস্থ হয়ে পড়েন; যদিও সেই জেলায় তিনজন জজ নিযুক্ত করা হয়, আ্যাডামস কখনোই আর পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি, কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন, সামুদ্রিক আইনে সর্বদাই তিনি সর্বোচ্চ মনোনিবেশ করেছেন।[১]

পরিবার এবং মৃত্যু সম্পাদনা

১৯০৪ সালে, আ্যাডামস হেলেন জাঁ বেলফোরকে বিয়ে করেন।[৭] অ্যাডামস দুই বছর অসুস্থ থাকার পর অক্টোবর ৯, ১৯১১ ইং সালে হেগ, নিউইয়র্ক এ মৃত্যুবরণ করেন।[১][৪] তার উইল মাত্র ১৫ শব্দের ছিল: "I give and bequeath all my estate to my wife and appoint her my executrix."[৮] তার কোন সন্তান ছিল না।[৯]

মিসেস অ্যাডামস তার স্বামীর মৃত্যুর পর নিউ ইয়র্ক মহিলা লিগে কয়েক দশক প্রাণীদের নিয়ে কাজ করেন। তিনি প্রাণীদের সেবা দেওয়ার সময় ৭১ বার পশুর কামড়ও খান।[৯][১০][১১][১২] তিনি ১১০ বছর বয়সে ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Green, Herbert (১৯১২)। Year Book। Association of the Bar of the City of New York। পৃষ্ঠা 203–205। 
  2. "To Be A Federal Judge; George B. Adams of This City Appointed to Succeed Judge Addison Brown."New York Times। আগস্ট ৩১, ১৯০১। নভেম্বর ৬, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  3. 164 U.S. 512 (1896).
  4. "Judge George B. Adams Dead"New York Times। অক্টোবর ১১, ১৯১১। পৃষ্ঠা 11। নভেম্বর ৬, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  5. "Union League Wants Cash; Credit To Be Given To Some Of The Members Limited. Indignation Caused by the Action of the Executive Committee—From $10 to $50 Fixed as the Extent to Which About Forty Members Can Be Served Without Paying Money Down-Many Protests Made by the Members Affected and Their Friends."New York Times। মার্চ ১৬, ১৮৯৪। পৃষ্ঠা 16। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  6. "Union League Club's Election; Gen. Horace Porter Again Made President—Inquiry into Alleged Fraudulent Republican Enrollment Approved"New York Times। জানুয়ারি ১০, ১৮৯৬। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  7. "Judge Adams Married; Helen Jean Balfour Is Bride of Federal Court Officer"New York Times। জুলাই ১৩, ১৯০৪। নভেম্বর ৬, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  8. "Judge Writes 15-Word Will"Christian Science Monitor। নভেম্বর ১, ১৯১১। পৃষ্ঠা 9। অক্টোবর ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩ 
  9. "Mrs. G. Adams, 101, Friend to Animals; Aide and Resident Director at Speyer Hospital, 1890–1940, Dies—Bitten 71 Times"। New York Times। মে ১১, ১৯৫০। পৃষ্ঠা 29। 
  10. "Life Made Easier For City Animals"। New York Times। মে ২৩, ১৯৩৭। 
  11. "Speyer Hospital Aide Gets Award At 88; Mrs. George B. Adams Honored for 20 Years of Service in Behalf of Animals"New York Times। ফেব্রুয়ারি ১১, ১৯৩৮। পৃষ্ঠা 3। 
  12. Kahn, E.J., Jr. (ডিসেম্বর ১৬, ১৯৩৯)। "The Talk of the Town, "Mrs. Adams""The New Yorker। পৃষ্ঠা 21। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৩