জর্জ আর. মিনট

মার্কিন চিকিৎসক

জর্জ রিচার্ডস মিনট একজন মার্কিন চিকিৎসাবিজ্ঞানী। তিনি ১৯৩৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জর্জ রিচার্ডস মিনট
জন্ম( ১৮৮৫-১২-০২)২ ডিসেম্বর ১৮৮৫
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ১৯৫০(1950-02-25) (বয়স ৬৪)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণরক্তশূন্যতা
মরাত্মক রক্তাল্পতার প্রতিকার
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩৪

জীবনী সম্পাদনা

জর্জ মিনট ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৮ সালে ব্যাচেলর অব আর্টস এবং ১৯১২ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। ১৯১৪ থেকে ১৯১৫ সালে তিনি বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। ১৯১৫ সালে হার্ভার্ড মেডিকেলে নিয়োগ পান।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা