জয়সলমের (হিন্দি: जैसलमेर, প্রতিবর্ণীকৃত: জেসালমের, উচ্চারণ) হল ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমের জেলার সদর শহর এবং থর মরুভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

জয়সলমের
जैसलमेर
রাজস্থানের শহর
বিকালবেলায় জয়সলমের দুর্গ
বিকালবেলায় জয়সলমের দুর্গ
ডাকনাম: স্বর্ণশহর
জয়সলমের রাজস্থান-এ অবস্থিত
জয়সলমের
জয়সলমের
স্থানাঙ্ক: ২৬°৫৫′ উত্তর ৭০°৫৪′ পূর্ব / ২৬.৯২° উত্তর ৭০.৯° পূর্ব / 26.92; 70.9
দেশ India
রাজ্যরাজস্থান
জেলাজয়সলমের
আয়তন
 • মোট৫.১ বর্গকিমি (২.০ বর্গমাইল)
উচ্চতা২২৫ মিটার (৭৩৮ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট৫৮,২৮৬
 • জনঘনত্ব১১,০০০/বর্গকিমি (৩০,০০০/বর্গমাইল)
ভাষা
 • সরকারিহিন্দি
সময় অঞ্চলভারত মান সময় (ইউটিসি+5:30)
ডাকঘর ক্রমাঙ্ক345 00x
টেলিফোন কোড02992
যানবাহন নিবন্ধনRJ 15
ওয়েবসাইটjaisalmer.nic.in

ভূগোল ও জলবায়ু সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°৫৫′ উত্তর ৭০°৫৪′ পূর্ব / ২৬.৯২° উত্তর ৭০.৯° পূর্ব / 26.92; 70.9[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২২৯ মিটার (৭৫১ ফুট)।

সর্বাধিক গ্রীষ্ম তাপমাত্রা প্রায় 41.6 ° সে (106.9 ° ফারেনহাইট) যখন ন্যূনতম 25 ° সে (77 ° ফারেনহাইট) হয়।

সর্বাধিক শীতকালে তাপমাত্রা প্রায় 23.6 ° সে (74.5 ° ফা) সাধারণত হয় এবং সর্বনিম্ন 7.9 ° সে (46,2 ° ফারেনহাইট) হয়।

গড় বৃষ্টিপাত 209,5 মিলিমিটার (8.25)।

সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা 48,0 ° সেলসিয়াস (118.4 ° ফারেনহাইট) ছিল ; সর্বনিম্ন তাপমাত্রা -5,9 ° সেলসিয়াস (21.4 ডিগ্রী ফারেনহাইট)।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে জয়সালমের শহরের জনসংখ্যা হল ৫৮,২৮৬ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৭% এবং নারী ৪৩%।

এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৩% এবং নারীদের মধ্যে এই হার ৫০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে জয়সালমের এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৬% হল ৬ বছর বা তার কম বয়সী।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jaisalmer"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭