জয়সলমের জেলা

রাজস্থানের একটি জেলা
(জয়সলমীর জেলা থেকে পুনর্নির্দেশিত)

জয়সলমের জেলা হল ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা ও পর্যটন কেন্দ্র। এই জেলার সদর দপ্তর জয়সলমেরশহরে অবস্থিত এবং এটি এই জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন শহর। শহরটি গোল্ডেন সিটি বা স্বর্ণ শহর নামে পরিচিত। ২০১১ সালের হিসাবে জেলাটিতে মোট জন সংখ্যা ৬ লক্ষ ৭২ হাজার জন বসবাস করে।

জয়সলমের জেলা
जैसलमेर जिला (জৈসলমের জিলা)
জেলা
সন্ধায় জৈসলমের ফোর্ট।
সন্ধায় জৈসলমের ফোর্ট।
জয়সলমের জেলা রাজস্থান-এ অবস্থিত
জয়সলমের জেলা
জয়সলমের জেলা
জয়সলমের জেলা ভারত-এ অবস্থিত
জয়সলমের জেলা
জয়সলমের জেলা
Location in Rajasthan, India
স্থানাঙ্ক: ২৬°৫৪′৪৭″ উত্তর ৭০°৫৪′৫৪″ পূর্ব / ২৬.৯১৩° উত্তর ৭০.৯১৫° পূর্ব / 26.913; 70.915
দেশ ভারত
রাজ্যরাজস্থান
প্রতিষ্ঠাতাRawal Jaisal
উচ্চতা২২৫ মিটার (৭৩৮ ফুট)
জনসংখ্যা (2011)
 • মোট৬,৭২,০০৮
Languages
 • OfficialHindi or Rajasthani
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
PIN345 00x
Telephone code02992
আইএসও ৩১৬৬ কোডRJ-IN
যানবাহন নিবন্ধনRJ 15
ওয়েবসাইটjaisalmer.rajasthan.gov.in

নামকরণের কারণ সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

অবস্থান সম্পাদনা

জেলাটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৫৫৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই জেলাটি পাকিস্তান সীমান্তবর্তী। এই জেলায় ভারত-পাকিস্তান অন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৪৪৭ কিমি।

প্রশাসনিক ব্যবস্থা সম্পাদনা

এই জেলাটি মোট ৩ টি মহকুমায় বিভক্ত। মহকুমা তিনটি হল - জৈসলমের মহকুমা, পোকরান মহকুমাফাতেগড় মহকুমা

জেলাটিতে মোট ৭৭৪ টি গ্রাম রয়েছে এবং এই গ্রাম গুলি ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। জেলার দুটি নগর পরিষদ রয়েছে একটি হল জৈসলমের ও অপরটি পোকরান।

ভূগোল ও আবহাওয়া সম্পাদনা

 
জৈসলিমের কাছেই বালিয়াড়ি.

জেলাটি মরু অঞ্চলে অবস্থিত। এখানে গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৪৯ ডিগ্রি সেলসিয়স ও সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। শীতের সময় সর্বোচ্চ ৩° সেলসিয়াস ও সর্বনিম্ন ৫° সেলসিয়াস। এখানের বছরে গড় বৃষ্টিপাত হয় ২০৯ মিলিমিটার।[১] এই জেলার প্রধান শহর জৈসলমেরে সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা হয়ছিল ৫০.০ °সে (১২২.০ °ফা);[২] সর্বোকালীন সর্বনিম্ন তাপমাত্রা −৫.৯ °সে (২১.৪ °ফা).[৩]

Jaisalmer-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ গড় °সে (°ফা) ২৩.৭
(৭৪.৭)
২৭.২
(৮১.০)
৩২.৮
(৯১.০)
৩৮.৪
(১০১.১)
৪৭.৭
(১১৭.৯)
৪৮.০
(১১৮.৪)
৪২.৮
(১০৯.০)
৩৬.০
(৯৬.৮)
৩৬.৫
(৯৭.৭)
৩৬.১
(৯৭.০)
৩১.১
(৮৮.০)
২৫.৪
(৭৭.৭)
৩৫.৫
(৯৫.৯)
সর্বনিম্ন গড় °সে (°ফা) ৭.৯
(৪৬.২)
১০.৯
(৫১.৬)
১৬.৮
(৬২.২)
২২.২
(৭২.০)
২৫.৭
(৭৮.৩)
২৭.১
(৮০.৮)
২৬.৫
(৭৯.৭)
২৫.৪
(৭৭.৭)
২৪.৩
(৭৫.৭)
২০.৫
(৬৮.৯)
১৩.৮
(৫৬.৮)
৮.৯
(৪৮.০)
১৯.২
(৬৬.৫)
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) ১.৩
(০.০৫)
৪.০
(০.১৬)
৩.২
(০.১৩)
১৮.১
(০.৭১)
৯.২
(০.৩৬)
১৬.১
(০.৬৩)
৫৬.১
(২.২১)
৭৯.০
(৩.১১)
১৬.২
(০.৬৪)
২.৫
(০.১০)
১.৩
(০.০৫)
২.৫
(০.১০)
২০৯.৫
(৮.২৫)
অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ০.১ mm) ০.৬ ১.০ ০.৯ ০.৪ ০.৮ ১.১ ৩.৯ ৩.৯ ২.১ ০.৪ ১.১ ০.৫ ১৬.৭
উৎস: WMO

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India Meteorological Department – Weather Information for Jaisalmer"। ২৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১২ 
  2. "Border areas in Jaisalmer boil at 50°C, no respite in city"। Times of India। ২০১০-০৫-২৭। 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৭