জয়ন্ত চট্টোপাধ্যায়

বাংলাদেশী অভিনেতা ও আবৃত্তিকার

জয়ন্ত চট্টোপাধ্যায় (জন্ম ২৮ জুলাই ১৯৪৬) একজন বাংলাদেশী অভিনেতা এবং আবৃত্তিকার। তিনি বাংলা চলচ্চিত্রে এবং টেলিভিশন নাটকে অভিনয় করেন। তিনি ২০২৩ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে ভূষিত হন।

জয়ন্ত চট্টোপাধ্যায়
জন্ম (1946-07-28) ২৮ জুলাই ১৯৪৬ (বয়স ৭৭)
পেশা
  • অভিনেতা
  • আবৃত্তিকার
  • নির্বাহী প্রযোজক
কর্মজীবন১৯৭১–বর্তমান
সন্তান

জন্ম সম্পাদনা

জয়ন্ত চট্টোপাধ্যায় খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন পারিবারিক পরিবেশে। তার পরিবারের সবাই সঙ্গীত নিয়ে সব সময় মেতে থাকতেন।[১] জয়ন্ত চট্টোপাধ্যায় এর বাবা কালীকানন্দ চট্টোপাধ্যায় ভালো আবৃত্তিকার ছিলেন। তাদের বাড়িতে ছিল তাদের নিজস্ব থিয়েটারের দল। সেই থিয়েটার দল বছরে কয়েকটি যাত্রা এবং নাটক মঞ্চস্থ করতো এবং তাতে তাদের পরিবারের সবাই অভিনয় করতেন। অনেক ছোটবেলায় এরকমই এক 'পালা'য় বিবেকের সহচর বালক বা 'এক-আনি'র ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়ের প্রথম মঞ্চে ওঠা। এর পর একটু বড় হয়ে আবৃত্তি আর অভিনয়ের দিকে তার আগ্রহ আরো বেড়ে যায়। পাশাপাশি শিখেছেন গান আর তবলাবাদন।[২]

কলেজ জীবনে তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সেই সাথে তিনি একটি সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন।[৩] জয়ন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন।[৪][৫]

চলচ্চিত্র সম্পাদনা

চলচ্চিত্র তালিকা
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
১৯৮৮ সূচনা রফিক
১৯৮৯ আদম সুরত বর্ণনাকারী তারেক মাসুদ
১৯৯৫ নদীর নাম মধুমতী মজনু তানভীর মোকাম্মেল বাংলাদেশের মুক্তি যুদ্ধভিত্তিক চলচ্চিত্র
২০০০ কিত্তনখোলা রবি দাস
২০০১ চতুর্থ মাত্রা আব্দুল করিম টেলিভিশন চলচ্চিত্র
২০০২ মাটির ময়না কাজী তারেক মাসুদ
২০০৩ আধিয়ার শমসের আলী সাইদুল আনাম টুটুল
২০০৪ জয়যাত্রা ডাক্তার কালিকিংকর
শিলালিপি
২০০৫ অন্তর্যাত্রা ইকবাল তারেক মাসুদক্যাথরিন মাসুদ
২০০৬ নিরন্তর নাসিম আবু সাইয়ীদ
দূরত্ব কর্ণসুন্দর বিক্রেতা
২০০৭ মেড ইন বাংলাদেশ হায়দার আলী
নয় নম্বর বিপদ সংকেত ম্যানেজার
বাঁশি আবু সাইয়ীদ
২০০৮ দ্য লাস্ট ঠাকুর মুস্তফা
আমার আছে জল দোকানদার হুমায়ুন আহমেদ
রূপান্তর হরিপদ
২০০৯ বৃত্তের বাইরে হরিপদ
২০১০ রানওয়ে মামা তারেক মাসুদ
অপেক্ষা আতাউল করিম
২০১২ কারিগর
ঘেটুপুত্র কমলা ঘেটুদলের প্রধান হুমায়ূন আহমেদ
পিতা বিপিন
২০১৩ শিখন্ডী কথা রমজেদ মোল্লা
২০১৪ হরিজন মঙ্গল
মেঘমল্লার অধ্যক্ষ
২০১৫ সুতপার ঠিকানা সুতপার বাবা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র
অমি ও আইস্ক্রিমঅলা মাহতাব উদ্দিন
২০১৬ কৃষ্ণপক্ষ মামা আফরোজ শাওন অতিথি উপস্থিতি
মাটির প্রজার দেশে জব্বর তালুকদার ইমতিয়াজ আহমেদ বিজন
A Warm Interview হুমায়ুন কবির
২০১৭ Hunger & Love: Tobu O Bhalobasha বারেক
সত্তা হাসিবুর রেজা কল্লোল
একজন কবির মৃত্যু
২০১৮ পূর্ণগ্রাসের কাল ভাস্কর চৌধুরী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৯ চন্দ্রাবতী কথা দিজবংশী দাস ভট্টাচার্য
পদ্মার প্রেম
২০২১ আগস্ট ১৯৭৫ মৌলভী আব্দুল হাকিম, ইমাম
২০২১ টুঙ্গিপাড়ার মিয়া ভাই বঙ্গবন্ধুর জীবনীমূলক চলচ্চিত্র
২০২২ বীরত্ব
২০২৩ ১৯৭১ সেই সব দিন হৃদি হক মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক সম্পাদনা

বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০২১ কন্ট্রাক্ট জি৫ চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান,‌ শ্যামল মাওলা, ইরেশ যাকের, রওনক হাসান, তারিক আনাম খান, মাজনুন মিজান তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

আরটিভি স্টার অ্যাওয়ার্ড
বছর বিভাগ কাজ ফলাফল সূত্র.
২০১৩ মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা শহুরে সময় বিজয়ী [৬]
২০১৮ গোলাম মোস্তফা স্মৃতি পুরস্কার সাংস্কৃতি ও আবৃত্তিতে অবদান বিজয়ী [৭]
২০১৮ নরেণ বিশ্বাস পদক আবৃত্তি বিজয়ী [৮]
২০১৮ শিল্পকলা পদক আবৃত্তি বিজয়ী [৯]
২০১৯ নরেণ বিশ্বাস পদক আবৃত্তি বিজয়ী [১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হুমায়ূন আহমেদ আমার কাছে জীবন্ত : জয়ন্ত চট্টোপাধ্যায়"। ১৩ নভেম্বর ২০১৪। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  2. "জয়ন্ত চট্টোপাধ্যায়"। জুলাই ৫, ২০১৫। 
  3. "অভিনেত্রী নওশাবাকে নিয়ে প্রেমের কবিতা লিখলেন জয়ন্ত চট্টোপাধ্যায়"। ৯ অক্টোবর ২০১৩। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. জয়ন্ত চট্টোপাধ্যায় (১৪ নভেম্বর ২০১৪)। "জয়ন্ত চট্টোপাধ্যায়"প্রিয়। ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬ 
  5. "এ সপ্তাহের সাক্ষাৎকার জয়ন্ত চট্টোপাধ্যায়"বিবিসি বাংলা। ৯ অক্টোবর ২০১৩। 
  6. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  7. ঢাকা লাইভ প্রতিবেদক (৪ মার্চ ২০১৮)। "GOLAM MUSTAFA MEMORIAL AWARD Jayanta Chattopadhyay honoured this year" (ইংরেজি ভাষায়)। ঢাকা: দি ইন্ডিপেন্ডেন্ট (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 
  8. সাংস্কৃতিক প্রতিবেদক (১৮ নভেম্বর ২০১৯)। "Jayanta receives Naren Biswas Padak" (ইংরেজি ভাষায়)। ঢাকা: নিউ এজ (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 
  9. আলম, জাহাঙ্গীর (১৯ জুলাই ২০১৯)। "Shilpakala Padak 2018 conferred on seven cultural luminaries" (ইংরেজি ভাষায়)। ঢাকা: দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 
  10. সাংস্কৃতিক প্রতিবেদক (২২ নভেম্বর ২০১৯)। "Jayanta Chattopadhyay receives Naren Biswas Padak" (ইংরেজি ভাষায়)। ঢাকা: ঢাকা কুরিয়ার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা